BSNL 4 G: সরকারি টেলিকম সংস্থা BSNL-র রিচার্জ প্ল্যান দেশে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। বেসরকারী সংস্থাগুলির প্ল্যানের দাম বাড়ানোর পর থেকে শিরোনামে রয়েছে BSNL । এমন পরিস্থিতিতে, BSNL নিয়ে আসছে একের পর এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান। সম্প্রতি BSNL এমন একটি রিচার্জ প্ল্যান গ্রাহক স্বার্থে নিয়ে এসেছে যাতে রয়েছে ১০৫ দিনের ভ্যালিডিটি। সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন প্রতিদিন 2GB হাই স্পিড ইন্টারনেট ডেটা পান।
আজকের এই প্রতিবেদনকে আমরা যে প্ল্যানের জানাতে চলেছি তার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 666 টাকা। এই প্ল্যানের বৈধতা 105 দিন। এই প্ল্যানে ব্যবহারকারীরা যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা পাবেন। এছাড়াও এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 100টি SMS-র সুবিধা পাবেন। BSNL-র এই প্ল্যানে ব্যবহারকারীদের মোট 210GB হাই স্পিড 4G ডেটা দেওয়া হয়েছে।
আরও পড়ুন - < TVS Jupiter: নতুন ডিজাইন, অনেক ফিচার্স, আরও জমকালো TVS Jupiter, সরাসরি টেক্কা Honda Activa-কে >
রিপোর্ট অনুসারে, 2025 সালের মার্চের মধ্যে BSNL সারা দেশে তাদের 4G পরিষেবা চালু করতে চলেছে। একই সময়ে, কোম্পানি 2025 সালের শেষ নাগাদ 5G পরিষেবাও চালু করতে পারে। BSNL দ্রুত দেশে তার নেটওয়ার্কের আপগ্রেড করছে এবং এর ফলে বেসরকারি সংস্থাগুলি যেমন Reliance Jio, Airtel এবং Vodafone-Idea (Vi)-র BSNL-কে টেক্কা দেওয়া একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।