Advertisment

BSNL Diwali Offer 2024: চমকের ছড়াছড়ি! দিওয়ালি অফারে ১০০ টাকা কমে পান ৬০০ জিবি ডেটা

BSNL Diwali Offer 2024: দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন একটি দিওয়ালি অফার। এই অফারের অধীনে ইউজারদের দেওয়া হচ্ছে ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যানে ১০০ টাকার ছাড় ।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL Diwali News

উৎসবের মরসুমে কোটি কোটি ইউজারদের মুখে হাসি ফুটিয়েছে দেশের সরকারি টেলিকম সংস্থা BSNL! দিওয়ালি উপলক্ষ্যে গ্রাহকদের জন্য একটি নতুন অফার চালু করেছে সংস্থা।

BSNL Diwali Offer 2024: BSNL-এর চমকে দেওয়া দিওয়ালি অফার, ৩৬৫ দিনের মেয়াদ সহ রিচার্জ প্ল্যানে পান ১০০ টাকার ছাড়! 

Advertisment

দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন একটি দিওয়ালি অফার। এই অফারের অধীনে ইউজারদের দেওয়া হচ্ছে ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যানে ১০০ টাকার ছাড় । 

উৎসবের মরসুমে কোটি কোটি ইউজারদের মুখে হাসি ফুটিয়েছে দেশের সরকারি টেলিকম সংস্থা BSNL! দিওয়ালি উপলক্ষ্যে গ্রাহকদের জন্য একটি নতুন অফার চালু করেছে সংস্থা। এই অফারে্র অধীনে গ্রাহকদের ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যানে ১০০ টাকা ছাড় দিচ্ছে সংস্থা।

ইউপিআই পেমেন্ট বড়সড় বদল! Google Pay, PhonePe, Paytm ইউজাররা এখনই পড়ুন এই প্রতিবেদন

BSNL 1999 টাকার রিচার্জ প্ল্যান
দিওয়ালি উপলক্ষ্যে BSNL ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ১০০টাকা ছাড়ের ঘোষণা করেছে। ডিসকাউন্টের পরে, এখন আপনি মাত্র ১৮৯৯ টাকায় পেয়ে যান ১৯৯৯ টাকার প্ল্যানের সব সুবিধা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩৬৫দিন।

এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের মোটি 600GB ডেটা অফার করে সংস্থা। এছাড়াও, এই প্ল্যানে লোকেরা প্রতিদিন ১০০টি বিনামূল্যের SMS সহ আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও পাবেন।

মহাকাশে দীপাবলি সেলিব্রেশন! আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে শুভেচ্ছা বার্তা সুনিতার

এয়ারটেলের ১৯৯৯ টাকার প্ল্যান
অন্যদিকে, আমরা যদি এয়ারটেলের ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের কথা বলি, তাহলে এই প্ল্যানের বৈধতাও ৩৬৫ দিন। কিন্তু এই প্ল্যানে, ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি SMS এবং 24 জিবি ডেটা সহ আনলিমিটেড ফ্রি কলিং পান। এই প্ল্যানে ব্যবহারকারীরা অ্যাপোলো 24/7, উইঙ্ক মিউজিক, স্প্যাম সুরক্ষা এবং এক্সট্রিম প্লে-এর মতো সুবিধাও পাবেন।

এমন পরিস্থিতিতে, BSNL-এর ১৮৯৯ টাকার প্ল্যান অন্যান্য কোম্পানির তুলনায় অনেক সস্তা বলেই মনে করছেন ইউজাররা। বিএসএনএল দেশে খুব দ্রুত তার 4G নেটওয়ার্ক বিস্তারে কাজ করছে। আশা করা হচ্ছে ২০২৫ সালের শেষ নাগাদ সংস্থা সারা দেশে 5G পরিষেবাও চালু করতে পারে।

'আঁধার কেটে আলো আসুক প্রতিটা ঘরে', প্রিয়জনকে জানান দীপাবলি, কালীপুজোর শুভেচ্ছা

BSNL 5G
Advertisment