Advertisment

BSNL Free validity: আগের দামেই পান অতিরিক্ত বৈধতা, ইন্টারনেট, BSNL-এর ধুঁয়াধার এই অফারের শেষ দিন কবে?

BSNL Free validity: নতুন বছর উপলক্ষ্যে, BSNL তার বেশ কিছু বার্ষিক প্ল্যানের সঙ্গে দিচ্ছে এক্সট্রা ভ্যালিডিটি। তার পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন অতিরিক্ত ডেটার সুবিধাও। এখন যেখানে আপনি আগে ১২ মাসের বৈধতা পেতেন সেখানে একই টাকাতেই আপনি পেতে পারেন ১৪ মাসের বৈধতা।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL 4G-5G high-speed services to debut by 2025:

অফারটি শুধুমাত্র ১৬ জানুয়ারি পর্যন্তই পাবেন। Photograph: (ফাইল চিত্র)

BSNL Free validity: অফারটি শুধুমাত্র ১৬ জানুয়ারি পর্যন্তই পাবেন। দেরি না করে আজই এই ধুঁয়াধার অফারের ফায়দা নিন। 

Advertisment

নতুন বছর উপলক্ষ্যে, BSNL  তার বেশ কিছু বার্ষিক প্ল্যানের সঙ্গে দিচ্ছে এক্সট্রা ভ্যালিডিটি। তার পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন অতিরিক্ত ডেটার সুবিধাও। এখন যেখানে আপনি আগে ১২ মাসের বৈধতা পেতেন সেখানে একই টাকাতেই আপনি পেতে পারেন ১৪ মাসের বৈধতা।   এর সাথে, আপনি আগের থেকে আরও বেশি ডেটা পেতে চলেছেন। এর জন্য আপনাকে কোন অতিরিক্ত চার্জ দিতেও হচ্ছে না।  

BSNL-এর 2399 টাকার প্ল্যানে কোম্পানি গ্রাহকদের 395 দিনের বৈধতা প্রদান করে। তবে এখন নববর্ষ উপলক্ষে এর বৈধতা বাড়ানো হয়েছে। আপনি এখন এই প্ল্যানটি রিচার্জ করলে পাবেন 425 দিনের বৈধতা। তবে, আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে যে এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য। আপনি শুধুমাত্র ১৬ জানুয়ারি পর্যন্ত রিচার্জেই  এই বর্ধিত বৈধতা এবং অতিরিক্ত ডেটার সুবিধা পেতে পারেন।

BSNL-এর সস্তা প্ল্যানের সুবিধা

Advertisment

আপনি যদি ১৬ জানুয়ারির পরে BSNL-এর 2399 টাকার প্ল্যান কেনেন তবে আপনি আগের মতই অর্থাৎ 395 দিনের বৈধতা পাবেন। 

২৩৯৯ টাকায় উপলব্ধ সুবিধাগুলি জেনে নিন 

গ্রাহকরা আনলিমিটেড ফ্রি কলিংয়ের সাথে প্রতিদিন 2GB ডেটা উপভোগ করতে পারবেন। এই প্ল্যানে ইউজাররা মোট 850GB হাই স্পিড ডেটা পেতে পারেন। আপনি যদি এই প্ল্যানটি কিনে থাকেন, তাহলে আপনি প্রতিদিন মাত্র 5 টাকায় বিনামূল্যে কলিং, 2GB ডেটা এবং 100টি বিনামূল্যে SMS এর মতো পরিষেবা পেতে পারেন৷

bsnl BSNL recharge plan
Advertisment