New Update
BSNL 5G: নামমাত্র দামে ঝড়ের গতিতে চলবে ইন্টারনেট, আগামী বছরই ৫জি চালুর পথে BSNL
BSNL 5G: BSNLআগামী বছরই চালু করতে চলেছে তাদের 5G পরিষেবা, ইতিমধ্যে সামনে এসেছে টাইম লাইন। কপালে চিন্তার ভাঁজ পড়েছে Jio, Airtel-এর। Jio, Airtel এবং Vodafone-Idea ভারতে তাদের 5G পরিষেবা চালু করছে। তবে এখন ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড (BSNL)ও 5G-এর দৌড়ে ঝাঁপিয়ে পড়েছে।
Advertisment