BSNL 5G: BSNLআগামী বছরই চালু করতে চলেছে তাদের 5G পরিষেবা, ইতিমধ্যে সামনে এসেছে টাইম লাইন। কপালে চিন্তার ভাঁজ পড়েছে Jio, Airtel-এর
আগামী বছর 5G পরিষেবা শুরু করতে চলেছে ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড৷ সংস্থার তরফে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। Jio, Airtel এবং Vodafone-Idea ভারতে তাদের 5G পরিষেবা চালু করছে। তবে এখন ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড (BSNL)ও 5G-এর দৌড়ে ঝাঁপিয়ে পড়েছে।
দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে বিএসএনএল আগামী বছর পৌষ সংক্রান্তিতে 5G পরিষেবা চালু করতে পারে। গত কয়েক দিনে প্রায় ১২ হাজার গ্রাহক নম্বর পোর্টেবিলিটির মাধ্যমে বিএসএনএল-নেটওয়ার্কে যুক্ত হয়েছেন।
বিএসএনএল-এর লক্ষ্য কী?
BSNL বর্তমানে 4Gটাওয়ার বসানোর কাজ করছে যা প্রায় শেষ পর্যায়ে। প্রাপ্ত তথ্য অনুসারে, সেগুলিই 2025 সালের মধ্যে 5G-তে রূপান্তরিত হবে। এ পর্যন্ত ৫০ হাজারের বেশি টাওয়ার বসানোর কাজ সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি এক লাখ টাওয়ার বসানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। শুধু তাই নয়, BSNL হবে দেশের প্রথম অপারেটর যারা 4G এবং 5G উভয়ই চালু করবে। এই পরিষেবাগুলি বর্তমানে বিএসএনএল-এর পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।