Advertisment

BSNL vs Jio: সোয়ানে সোয়ানে টক্কর! BSNL, jio-র মারকাটারি এই প্ল্যান এখন জোর চর্চায়

দুটি কোম্পানির প্ল্যানেই পান একই মেয়াদের ভ্যালিডিটি, ডেটা! সুবিধায় এগিয়ে কে?

author-image
IE Bangla Tech Desk
New Update
"BSNL vs Jio, BSNL, Jio, BSNL recharge Plan, Jio recharge plan, BSNL 4G Plans, Jio 4G Plans, BSNL offers, Jio offers, BSNL 336 days plan, Jio 336 days plan, BSNL recharge plan offer, Jio recharge plan offer, Bharat Sanchar Nigam Limited"

দুটি কোম্পানির প্ল্যানেই পান একই মেয়াদের ভ্যালিডিটি, ডেটা! সুবিধায় এগিয়ে কে?

BSNL vs Jio: বেসরকারী টেলিকম সংস্থাগুলি গত মাসে তাদের মোবাইলের শুল্ক বাড়িয়েছে, যার পরে অনেক ব্যবহারকারী তাদের নম্বর বিএসএনএল-এ পোর্ট করেছেন। ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এটি নিশ্চিত করেছে। তবে, গ্রাহক সংখ্যার দিক থেকে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Jio এখনও তার অনেকগুলি প্ল্যানে দিচ্ছে কিছু দুর্দান্ত অফার। BSNL এবং Jio-এর একটি প্ল্যান রয়েছে যার মেয়াদ 336 দিনের। আসুন, জেনে নেওয়া যাক এই দুটি কোম্পানির মধ্যে কোনটি দীর্ঘ মেয়াদী প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে?

Advertisment

BSNL এর 336 দিনের প্ল্যান

BSNL-এর এই দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যানের দাম 1,499 টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা 336 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফার পাবেন। এই প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীরা মোট 24GB ডেটার সুবিধা পাবেন। ব্যবহারকারীরা প্রতিদিন 100টি বিনামূল্যের SMS এর সুবিধাও পান। তবে, BSNL এই প্ল্যানে কোনও অতিরিক্ত সুবিধা দেয় না। এই প্ল্যানের জন্য ব্যবহারকারীদের প্রতিদিন প্রায় 4.5 টাকা খরচ করতে হবে।

Jio-এর 336 দিনের প্ল্যান

Jio-এর এই প্রিপেড রিচার্জ প্ল্যানটি 1899 টাকায় পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে, ব্যবহারকারীদের 336 দিনের বৈধতা দেওয়া হয়। এতে ব্যবহারকারীরা সারা দেশে যেকোনো টেলিকম নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিংয়ের অফার পাবেন। এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট 24GB ডেটার সুবিধা পাবেন। এছাড়াও ব্যবহারকারীরা মোট 3,600টি বিনামূল্যের SMS এর সুবিধা পাবেন। Jio-এর এই রিচার্জ প্ল্যানে, ব্যবহারকারীরা Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন পান। Jio-এর এই প্ল্যানের জন্য ব্যবহারকারীদের প্রতিদিন প্রায় 5.65 টাকা খরচ করতে হবে।

< Tata Stryder Zeeta Plus E-cycle : ডুয়াল ডিস্ক ব্রেক, দারুণ কম্ফোর্ট, চমকে দেবে টাটার ই-ভেহিকেলের দুরন্ত ফিচার্স! >

jio bsnl
Advertisment