/indian-express-bangla/media/media_files/2025/02/17/I8ZLaw9oJSwibCZZNHjU.jpg)
১৭ বছর পর 'অসাধ্য সাধন' BSNL-এর, টেলিদুনিয়ায় সাড়া ফেলে বিপুল লাভ, পরিমাণ জানলে চমকে যাবেন। Photograph: (ফাইল চিত্র)
BSNL New Plan: ১৭ বছর পর 'অসাধ্য সাধন' BSNL-এর, টেলিদুনিয়ায় সাড়া ফেলে বিপুল লাভ, পরিমাণ জানলে চমকে যাবেন।
গত জুলাইয়ে বেসরকারি টেলিকম সংস্থাগুলি যখন থেকে রিচার্জের দাম বাড়িয়েছে তখন থেকেই সস্তার প্ল্যান লঞ্চ করেছে বিপূল সংখ্যক গ্রাহক টেনে নজির গড়েছে BSNL! গত কয়েক মাসে গ্রাহক সংখ্যা রেকর্ড হারে বাড়িয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে বেসরকারি টেলিকম সংস্থাগুলি যখন থেকে রিচার্জের দাম বাড়িয়েছে তখন থেকেই সস্তার প্ল্যানে গ্রাহক টেনে BSNL গত কয়েক মাসে গ্রাহক সংখ্যা রেকর্ড হারে বাড়িয়েছে। সরকারি এই টেলিকম সংস্থা তার নেটওয়ার্ক পরিষেবা উন্নত করতে লাগাতার চেষ্টা চালাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা গিয়েছে চলতি বছরেই বিএসএনএল তার ৫জি পরিষবে চালুর পরিকল্পনা করেছে। এর মাঝেই সামনে এসেছে নতুন আপডেট এসেছে। ১৭ বছর পর বিএসএনএল ফের লাভের মুখ দেখলো। ২৬২ কোটি টাকা লাভে ফের নয়া রেকর্ড গড়ল সরকারি এই টেলিকম সংস্থা।
সম্প্রতি, সরকার BSNL-এর 4G পরিষেবা সম্প্রসারণের জন্য অতিরিক্ত 6,000 কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে। বিএসএনএল-এর পরিষেবা উন্নত করার লক্ষ্যে সরকার তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এরই প্রভাবে সরকারি টেলিকম সংস্থা আবারও বিপূল পরিমাণ লাভের মুখ দেখলো। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে সরকারি খাতের টেলিকম কোম্পানি BSNL চলতি আর্থিক বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ২৬২ কোটি টাকা নিট প্রফিট করেছে।
১৭ বছর পর এই প্রথম বিএসএনএল লাভের রেকর্ড গড়ল। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী এই বিষয়টিকে সরকারি টেলিকম কোম্পানির জন্য একটি 'টার্নিং পয়েন্ট' বলে অভিহিত করেছেন। সিন্ধিয়া বলেন, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) অনেক ক্ষেত্রে উন্নতি করেছে। পাশাপাশি চালু করেছে মোবাইল, ফাইবার টু দ্য হোম (FTTH) এর মত পরিষেবা। তিনি বলেন, ডিসেম্বরে বিএসএনএলের গ্রাহকের সংখ্যাও বেড়ে প্রায় নয় কোটিতে পৌঁছেছে, যা জুন মাসে ছিল ৮.৪ কোটি। বিএসএনএল শেষবার ত্রৈমাসিক মুনাফা অর্জন করেছিল ২০০৭ সালে।
Galaxy S24 Ultra 5G 256GB-তে পান ৪৫ হাজারের বিরাট ছাড়!
বিএসএনএল তার কোটি কোটি ব্যবহারকারীর জন্য আরেকটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে। কোম্পানির এই প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং এবং ডেটা সহ অনেক সুবিধা পাবেন। এই প্ল্যানে ব্যবহারকারীরা দীর্ঘ ভ্যালিডিটি পাবেন। BSNL তাদের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে এই নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে তথ্য শেয়ার করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্রিপেইড প্ল্যানটি ৩৪৭ টাকা দামে লঞ্চ করা হয়েছে।
এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের সুবিধা সম্পর্কে বলতে গেলে, ব্যবহারকারীরা সারা ভারতে বিনামূল্যে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। ব্যবহারকারীদের প্রতিদিন 2GB হাই স্পিড ডেটার সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস পাবেন। ভারত সঞ্চার নিগম লিমিটেড এই প্ল্যানে তার ব্যবহারকারীদের ৫৪ দিনের বৈধতা অফার করে। শুধু তাই নয়, ব্যবহারকারীদের জন্য BiTV-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। এতে, ব্যবহারকারীরা তাদের মোবাইলে ৪৫০ টিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং OTT অ্যাপ বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।
Enjoy unlimited calls, 2GB/day data, and 100 SMS/day, including roaming in Mumbai & Delhi.
— BSNL India (@BSNLCorporate) February 16, 2025
All of this for just ₹347 for 54 days! #BSNLIndia#UnlimitedCalls#BSNLPlans#ConnectingIndiaAffordablypic.twitter.com/kC85YaiSvE