Bsnl new plan: BSNL-এর নতুন প্ল্যানে টেনশন বেড়েছে Airtel, Jio-র। এবার পান 320GB ডেটা সহ 160 দিন বৈধতা। দুর্দান্ত প্ল্যান এনে বাজার কাঁপিয়ে দিল BSNL
সম্প্রতি দেশের বেসরকারি টেলিকম কোম্পানিগুলো তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়েছে। মূল্যবৃদ্ধিতে নাকাল মানুষকে স্বস্তি দিতে সস্তার প্ল্যান নিয়ে এগিয়ে এসেছে BSNL ইতিমধ্যে, বিএসএনএল একাধিক সস্তার প্ল্যানে মানুষের মন জয় করেছে। এবার এমন একটি প্ল্যান চালু করেছে সংস্থা যাতে দীর্ঘ মেয়াদের সঙ্গে মিলবে আরও বেশি ডেটা।
BSNL ইতিমধ্যেই অনেক রাজ্যে 4G পরিষেবা শুরু করেছে। 5G পরিষেবা নিয়েও কাজ চালাচ্ছে। এরই মধ্যে কয়েক লক্ষ নতুন ব্যবহারকারীকে সংস্থা তাদের নেটওয়ার্কে যুক্ত করেছে। BSNL-র এই নতুন রিচার্জে, ইউজাররা পাবেন পুরো ১৬০ দিনের বৈধতা। এছাড়াও BSNL-র এই প্ল্যানে মিলবে 320GB ডেটা। এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 997 টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 2GB হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন। এছাড়াও, প্রতিদিন 100 টি বিনামূল্যের SMS র সুবিধা তো থাকছেই।
আরও পড়ুন - < Aadhaar-Mobile Link: মুহূর্তে বের করুন আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর, কীভাবে? জানুন পদ্ধতি >
BSNL-এর এই নতুন রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাচ্ছেন, অর্থাৎ যে কোনও নেটওয়ার্কে আপনি আনলিমিটেড কল করতে পারবেন।
শীঘ্রই দেশে 5G পরিষেবা চালু করার দৌড়ে এগোচ্ছে BSNL । BSNL 4G-এর পাশাপাশি, 5G পরিষেবা নিয়েও খুব দ্রুত কাজ করছে। কোম্পানি 4G নেটওয়ার্কের জন্য দেশে হাজার হাজার টাওয়ার স্থাপন করেছে, 5G নেটওয়ার্কের পরীক্ষাও শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে, মনে করা হচ্ছে যে BSNL আগামী কয়েক মাসের মধ্যে দেশে তার 5G পরিষেবাও চালু করতে পারে।