Advertisment

BSNL New Recharge Plan: আরও সস্তা, অধিক ডেটা, দীর্ঘ বৈধতা, ২ প্ল্যানে বাজারে হইচই ফেলল BSNL

BSNL New Recharge Plan: সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল কোটি কোটি মোবাইল ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। সস্তার রিচার্জ প্ল্যানের জন্য গত কয়েকমাস ধরে সংবাদ শিরোনামে রয়েছে বিএসএনএল। এবার গ্রাহকদের সুবিধার্থে দুটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে সংস্থা।

author-image
IE Bangla Tech Desk
New Update
bsnl rs 6 unlimited calling 2gb data recharge plan benefits

Jio-কে জোর টক্কর! BSNL-এর এই শক্তিশালী রিচার্জ প্ল্যানটি সরাসরি টেক্কা দেবে জিওকে! Photograph: (ফাইল চিত্র)

BSNL New Recharge Plan:  সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল কোটি কোটি মোবাইল ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। সস্তার রিচার্জ প্ল্যানের জন্য গত কয়েকমাস ধরে সংবাদ শিরোনামে রয়েছে বিএসএনএল। এবার গ্রাহকদের সুবিধার্থে দুটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে সংস্থা। বিএসএনএলের তালিকায় ইতিমধ্যেই অনেক সাশ্রয়ী মূল্যের প্ল্যান রয়েছে। এবার আরও সস্তায় বিনামূল্যে কলিং এবং ডেটা সহ দুটি নতুন প্ল্যান লঞ্চ করে বাজারে হইচই ফেলে দিয়েছে এই সরকারি টেলিকম সংস্থা। 

Advertisment

আপনি যদি স্মার্টফোনে BSNL সিম ব্যবহার করে থাকেন, তাহলে এখন আপনি 215 টাকা এবং 628 টাকার প্ল্যানে পাবেন বিশেষ সুবিধা।  বিএসএনএল-এর এই প্ল্যানে ইউজাররা বিনামূল্যে কলিং, ডেটার মতো সুবিধা পাবেন। 

BSNL-এর ৬২৮ টাকার প্ল্যান
বিএসএনএল নিয়ে এসেছে  ৬২৮ টাকার বিশেষ রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে আপনি ৮৪ দিনের দীর্ঘ বৈধতা পাবেন। এই প্ল্যানে কোম্পানি তার গ্রাহকদের 4G ডেটাও অফার করে। এতে আপনি প্রতিদিন ৩ জিবি পর্যন্ত হাই স্পিড ডেটা পাবেন। গ্রাহকরা সস্তার এই রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের জন্য প্ল্যানে মোট ২৫২ জিবি ডেটা পাবেন। এছাড়াও, হার্ডি গেমস, চ্যালেঞ্জার এরিনা গেমস, গেমন, অ্যাস্ট্রোসেল, লিস্টন পডকাস্ট, জিং মিউজিক, ওয়াও এন্টারটেইনমেন্ট এবং বিএসএনএল টিউনসের বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন।

বিএসএনএলের ২১৫ টাকার প্ল্যান
বিএসএনএল আরেকটি রিচার্জ প্ল্যান সম্প্রতি নিয়ে এসেছে। এই প্ল্যানের দাম ২১৫ টাকা। এই প্ল্যানেও, সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কলিং পরিষেবা প্রদান ৩০ দিনের মেয়াদ সহ  প্রতিদিন 2GB ডেটার সুবিধা পাচ্ছেন ইউজাররা। অর্থাৎ আপনি এই প্ল্যানে মোট 60GBপর্যন্ত হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। অন্যান্য প্ল্যানের মতো, এই প্ল্যানেও কোম্পানি গ্রাহকদের প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস-এর সুবিধা দিয়ে থাকে ।

Advertisment
bsnl
Advertisment