BSNL offering 150 days long validity Just at 3Rs Per Day: প্রতিদিন মাত্র তিন টাকায় পান ৫ মাসের দীর্ঘ বৈধতা, সঙ্গে মিলবে ডেটা-কলিংয়ের বাম্পার অফার!

BSNL offering 150 days long validity Just at 3Rs Per Day: সরকারি টেলিকম সংস্থা BSNL তার ব্যবহারকারীদের জন্য গত বছর জুলাইয়ের পর থেকে একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এরকম একটি জবরদস্ত প্ল্যান রয়েছে বিএসএনএলের। যে প্ল্যানের দাম ৩৯৭ টাকা।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL 4G-5G high-speed services to debut by 2025:

(ফাইল চিত্র)

BSNL offering 150 days long validity Just at 3Rs Per Day: ৩ টাকারও কম খরচে পান দীর্ঘ মেয়াদ! ডেটা, কলিংয়ের সুবিধা। বাজারে সস্তার রিচার্জে শোরগোল ফেলে দিল BSNL 

Advertisment

সরকারি টেলিকম সংস্থা BSNL তার ব্যবহারকারীদের জন্য গত বছর জুলাইয়ের পর থেকে একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এরকম একটি জবরদস্ত প্ল্যান রয়েছে বিএসএনএলের। যে প্ল্যানের দাম ৩৯৭ টাকা। এই প্ল্যানে  গ্রাহকরা খুব কম দৈনিক খরচে দীর্ঘ মেয়াদ এবং ডেটার মতো সুবিধা পাবেন।

আপনি যদি ব্যয়বহুল রিচার্জ থেকে মুক্তি পেতে চান তাহলে  আজ আমরা আপনাকে এমন একটি রিচার্জ প্ল্যানের কথা জানাতে চলেছি যেখানে আপনি ৩ টাকারও কম দামে ৫ মাসের মেয়াদ পাচ্ছেন। এর সাথে ডেটা এবং কলিং সুবিধা পাবেন। 

বিএসএনএল ৩৯৭ টাকার রিচার্জ

Advertisment

দেশের একমাত্র সরকারি টেলিকম কোম্পানি BSNL তার সস্তা রিচার্জ প্ল্যানের জন্য জনপ্রিয়। কোম্পানি ৩৯৭ টাকার প্ল্যানে ব্যবহারকারীদের অনেক সুবিধা দিয়ে থাকে। এই প্ল্যানের মেয়াদ ১৫০ দিন অর্থাৎ ৫ মাস। এতে গ্রাহকরা পাবেন, প্রতিদিন ২ জিবি ডেটা।  প্রথম ৩০ দিনের জন্য এই প্ল্যানে ব্যবহারকারীদের মোট ৬০ জিবি ডেটা অফার করা হচ্ছে। একইভাবে, প্রথম ৩০ দিনের জন্য, ব্যবহারকারীরা  বিনামূল্যে সীমাহীন কলিং এবং প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধা পাবেন। ৩০ দিন পর, এই প্ল্যানে ডেটা, কলিং এবং এসএমএস সুবিধা শেষ হয়ে যাবে। এর পরে, ব্যবহারকারীদের ৪ মাস মেয়াদ থাকবে।

সারা রাত এসি চালিয়েও ছাড়ুন বিদ্যুৎ বিলের টেনশন, নতুন এসি কেনার আগে কিছু বিষয় মাথায় রাখুন

যারা BSNL সিমকে সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি খুবই কার্যকর। রিচার্জ হয়ে গেলে, তারা ৫ মাসের মেয়াদ পাবেন। প্রয়োজনে, প্রথম ৩০ দিনের মধ্যে ডেটা এবং কলিংয়ের সুবিধাও পেতে পারেন। এর পরে, ৪ মাস ধরে সিমটি সক্রিয় রাখার জন্য তাদের আর কোনও রিচার্জ করার প্রয়োজন হবে না।

৭৯৭ টাকায় আপনি দ্বিগুণ সুবিধা 

BSNL-এর ৭৯৭ টাকার প্ল্যানে ৩৯৭ টাকার প্ল্যানের তুলনায় দ্বিগুণ সুবিধা পাবেন ইউজাররা। ৭৯৭ টাকার প্ল্যানটিতে ব্যবহারকারীরা ১০ মাস অর্থাৎ ৩০০ দিন মেয়াদ পাবেন, প্রথম ৬০ দিনের জন্য কলিং, ডেটা এবং এসএমএস সুবিধা পাবেন।

bsnl BSNL 5G