Advertisment

BSNL: বাজারে 'বিস্ফোরণ'! রিচার্জে জিতে নিন লাখ টাকা, ধামাকা অফারে তোলপাড় ফেলল BSNL

রিচার্জ করলেই লাখ টাকা জেতার বাম্পার অফার সামনে আনল BSNL

author-image
IE Bangla Tech Desk
New Update
"bsnl,bsnl rs 1 lakh offer,bsnl latest offers,bsnl latest news

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। কোম্পানি কিছু বিশেষ রিচার্জ প্যাকের উপর 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। এই অফারটি শুধুমাত্র ভারতে বসবাসকারী BSNL ব্যবহারকারীদের জন্য বৈধ।

BSNL: বাজারে 'বিস্ফোরণ' BSNL-র! রিচার্জ করে জিতে নিন লাখ টাকার পুরস্কার।

Advertisment

এই অফারগুলি 118 টাকা, 153 টাকা, 199 টাকা, 347 টাকা, 599 টাকা, 997 টাকা, 1999 টাকা এবং 2399 টাকার BSNL রিচার্জ রিচার্জ প্যাকের উপর দেওয়া হচ্ছে।

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। কোম্পানি কিছু বিশেষ রিচার্জ প্যাকের উপর 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। এই অফারটি শুধুমাত্র ভারতে বসবাসকারী BSNL ব্যবহারকারীদের জন্য বৈধ।

BSNL তার ব্যবহারকারীদের জন্য একটি আকর্ষণীয় অফার দিয়েছে। কোম্পানি প্রতি মাসে ব্যবহারকারীদের 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। যারা কোম্পানির আঞ্চলিক মিউজিক অ্যাপ Zing ব্যবহার করেন তাদের এই পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্টও শেয়ার করেছে। কোম্পানি কিছু নির্বাচিত STV-তে এই পুরস্কার দিতে চলেছে৷

এই অফারগুলি 118 টাকা, 153 টাকা, 199 টাকা, 347 টাকা, 599 টাকা, 997 টাকা, 1999 টাকা এবং 2399 টাকার BSNL রিচার্জ প্যাকে দেওয়া হচ্ছে। উল্লেখিত রিচার্জ প্যাক থেকে রিচার্জ পেতে ব্যবহারকারীকে তার মোবাইল ফোনে Zing অ্যাপ ডাউনলোড করতে হবে। পুরস্কারের জন্য যোগ্য হয়ে গেলে, ব্যবহারকারীকে কোম্পানি থেকে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে। নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে কোম্পানিটি এই অফার দিয়েছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন - < BSNL VS JIO : BSNL-র থেকেও সস্তার প্ল্যান, তোলপাড় ফেলল Jio, কম দামে এবার মিলবে সুপারফাস্ট ইন্টারনেট >

জিও এবং এয়ারটেলের সাথে তুলনা করলে, BSNL-এর ট্যারিফ প্ল্যানগুলি দেশের মধ্যে সবচেয়ে সস্তা৷ কোম্পানিটি শীঘ্রই 4G নেটওয়ার্ক চালু করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি বলছে যে তারা 2025 সালের শেষ নাগাদ দেশে এক লাখ 4G সাইট তৈরি করার চেষ্টা করবে।

bsnl recharge offer
Advertisment