New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/page-7.jpg)
গুগল বিএসএনএল- এর জুগল বন্দীতে গোটা দেশ এবার পেতে চলেছে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা।
গুগল বিএসএনএল- এর জুগল বন্দীতে গোটা দেশ এবার পেতে চলেছে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা।
ওয়াইফাই পরিষেবা দিতে গুগল বেছে নিল বিএসএনএলকে। দিল্লির মসনদে ফের মোদী, কাজেই ডিজিটাল ইন্ডিয়ার শিকড় যে আরও শক্ত হবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে শহরের অলিতেগলিতে থাকবে বিনামূল্যে ওয়াইফাই ব্যবস্থা। যার জন্য এবার এগিয়ে এল গুগল।
#BSNL, country's much loved telecom brand has partnered with @Google to offer Free #WiFi services across 8,000 #hotspots set up throughout the country. BSNL #ConnectingIndia. pic.twitter.com/AGHaMMgd3u
— BSNL India (@BSNLCorporate) May 29, 2019
গুগল বিএসএনএল- এর যুগলবন্দীতে গোটা দেশ এবার পেতে চলেছে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা। যার গতি থাকবে নজরকাড়া। মূলত ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পকেই রূপায়ন করতে চলেছে গুগল।
বিএসএনএল-এর পরিচালক বিবেক বানসাল বলেন , " শুধু গুগল নয়, এই মূহুর্তে একাধিক তথ্য প্রযুক্তি কোম্পানির সঙ্গে জোট বেঁধেছে বিএসএনএল। দ্রুত আরও দেশের গ্রাহকদের কাছে বিএসএনএল-এর পরিষেবা পৌঁছে দিতে এবং ইন্টারনেটের গতি বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে"।