BSNL turns profitable after 17 years: ১৭ বছর পর অসাধ্য সাধন করল BSNL, লাভের অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে।
গত জুলাইয়ে বেসরকারি টেলিকম সংস্থাগুলি যখন থেকে রিচার্জের দাম বাড়িয়েছে তখন থেকেই সস্তার প্ল্যানে গ্রাহক টেনে BSNL গত কয়েক মাসে গ্রাহক সংখ্যা রেকর্ড হারে বাড়িয়েছে। সরকারি এই টেলিকম সংস্থা তার নেটওয়ার্ক পরিষেবা উন্নত করতে ;লাগাতার চেষ্টা চালাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা গিয়েছে চলতি বছরেই বিএসএনএল তার ৫জি পরিষবে চালুর পরিকল্পনা করেছে। এর মাঝেই সামনে এসেছে নতুন আপডেট এসেছে। ১৭ বছর পর বিএসএনএল ফের লাভের মুখ দেখলো। ২৬২ কোটি টাকা লাভে ফের নয়া রেকর্ড গড়ল সরকারি এই টেলিকম সংস্থা।
সম্প্রতি, সরকার BSNL-এর 4G পরিষেবা সম্প্রসারণের জন্য অতিরিক্ত 6,000 কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে। বিএসএনএল-এর পরিষেবা উন্নত করার লক্ষ্যে সরকার তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এরই প্রভাবে সরকারি টেলিকম সংস্থা আবারও বিপূল পরিমাণ লাভের মুখ দেখলো। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে সরকারি খাতের টেলিকম কোম্পানি BSNL চলতি আর্থিক বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ২৬২ কোটি টাকা নিট প্রফিট করেছে।
১৭ বছর পর এই প্রথম বিএসএনএল লাভের রেকর্ড গড়ল। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী এই বিষয়টিকে সরকারি টেলিকম কোম্পানির জন্য একটি 'টার্নিং পয়েন্ট' বলে অভিহিত করেছেন। সিন্ধিয়া বলেন, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) অনেক ক্ষেত্রে উন্নতি করেছে। পাশাপাশি চালু করেছে মোবাইল, ফাইবার টু দ্য হোম (FTTH) এর মত পরিষেবা। তিনি বলেন, ডিসেম্বরে বিএসএনএলের গ্রাহকের সংখ্যাও বেড়ে প্রায় নয় কোটিতে পৌঁছেছে, যা জুন মাসে ছিল ৮.৪ কোটি। বিএসএনএল শেষবার ত্রৈমাসিক মুনাফা অর্জন করেছিল ২০০৭ সালে।