BSNL Recharge Plan: গ্রাহক স্বার্থে দুরন্ত পদক্ষেও বিএসএনএল-র। সময়ে সময়ে নতুন নতুন প্ল্যান নিয়ে এসে চমকে দিয়েছে সরকারি টেলিকম সংস্থা। সম্প্রতি বেসরকারি টেলিকম সংস্থাগুলি প্ল্যানের দাম বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বহু ব্যবহারকারী Jio, Airtel এবং Vodafone থেকে বিএসএনএল-এ স্যুইচ করছেন। ব্যবহারকারীদের 4G-পরিষেবা দেওয়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে BSNL, সম্প্রতি সংস্থা এনেছে 599 রিচার্জ প্ল্যান।
সিনে প্রেমীদের জন্য দারুণ খবর, ৩০০-৪০০ নয়, পছন্দের সিনেমা দেখুন মাত্র ৯৯ টাকায়
BSNL-এর এই প্ল্যানের কথা বলতে গেলে, এর বৈধতা 84 দিন। এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন 100টি SMS দেওয়া হবে। প্রতিদিন 3GB ডেটার সুবিধা পাবেন ইউজাররা। এর জন্য ব্যবহারকারীদের প্রতিদিন 7.13 টাকা খরচ করতে হবে। সুতরাং বলায় যায় এটি BSNL-র সবচেয়ে সস্তার প্ল্যানের মধ্যে একটি কারণ এতে আপনি 4G ডেটাও পাবেন।
কোটি কোটি বছর আগে পৃথিবীর বিরলতম রহস্য সামনে এল, বিজ্ঞানীদের দাবি ঘিরে শোরগোল
আপনি প্লে স্টোর থেকে BSNL Selfcare অ্যাপ ডাউনলোড করতে পারেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে, আপনি BSNL মোবাইল নম্বরের সাহায্যে লগইন করতে পারেন। এর জন্য ব্যবহারকারীদের মোবাইলে ওটিপি আসবে। আপনি এই অ্যাপ থেকেও বিএসএনএলের এই প্ল্যানটি কিনতে পারেন। পাশাপাশি খুব শীঘ্রই ব্যবহারকারীরা কম দামে খুব ভালো ইন্টারনেট পরিষেবা পেতে চলেছেন।