Advertisment

BSNL Recharge Plan: সস্তায় মারকাটারি প্ল্যান, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গ্রাহকদের বিরাট উপহার BSNL-র

BSNL-এর এই প্ল্যান সবার হুঁশ উড়িয়ে দিয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
"BSNL, BSNL Offer, BSNL Recharge Plan, BSNL Prepaid Plan, Spectrum Auction, Calling, Internet, SMS, Internet Plan, Daily Data Plan, 5G Service

BSNL-এর এই প্ল্যান সবার হুঁশ উড়িয়ে দিয়েছে

BSNL Recharge Plan: এক মাসেরও বেশি সময় ধরে সংবাদ শিরোনামে রয়েছে বিএসএনএল। BSNL এর গ্রাহকদের জন্য অনেকগুলি রিচার্জ প্ল্যান এনেছে ৷ BSNL এর ব্যবহারকারীদের জন্য সস্তা থেকে ব্যয়বহুল এবং স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী প্ল্যান রয়েছে। আজকের এই প্রতিবেদনে কোম্পানির একটি দারুন প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি।

Advertisment

Jio, Airtel এবং Vi দেশে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে, তখন থেকে সরকারি টেলিকম সংস্থা BSNL- রয়েছে সংবাদ শিরোনামে। বিএসএনএল, যার নাম মানুষ ভুলে যেতে বসেছিল, এখন সর্বত্র জোর আলোচনা হচ্ছে BSNL-র । সস্তা রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে মানুষ BSNL-এর দিকে ঝুঁকছে। এমন পরিস্থিতিতে, সুযোগের সদ্ব্যবহার করতে, বিএসএনএলও তাদের পরিষেবা উন্নত করতে শুরু করেছে।

BSNL শুধুমাত্র তার গ্রাহকদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান অফার করছে না কিন্তু 4G এবং 5G নেটওয়ার্কগুলিকেও উন্নত করেছে। গ্রাহকদের আকৃষ্ট করতে কোম্পানি ক্রমাগত নতুন অফার সহ সাশ্রয়ী মূল্যের প্ল্যান নিয়ে আসছে। আজ আমরা আপনাকে BSNL-এর একটি প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি।

BSNL তার গ্রাহকদের জন্য তালিকায় 249 টাকার একটি দুর্দান্ত প্ল্যান যুক্ত করেছে। আপনি যদি কম দামে এক মাসের বেশি মেয়াদ চান, তাহলে BSNL-এর এই প্ল্যানটি আপনার জন্য সেরা। মাত্র 249 টাকায়, কোম্পানি ব্যবহারকারীদের জন্য 45 দিনের দীর্ঘ মেয়াদ অফার করে। আপনি 45 দিনের জন্য বিনামূল্যে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেতে পারেন।

আরও পড়ুন - < Air Conditioner: বর্ষায় এসি নিয়ে চরম ভোগান্তি, মুহূর্তে হবে দূর, ঝুঁকি না নিয়ে সব ছেড়ে আগে পড়ুন এই প্রতিবেদন! >

BSNL-এর এই প্ল্যানের ডেটা সম্পর্কে কথা বললে, কোম্পানি 45 দিনের জন্য 90GB ডেটা দেয়। আপনি প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। এইভাবে, এই রিচার্জ প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্যও সেরা যাদের আরও ইন্টারনেট ডেটা প্রয়োজন৷ Jio এবং Airtel-এর মতো কোম্পানিও এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 100টি বিনামূল্যে SMS দেয়।

BSNL recharge plan bsnl
Advertisment