Bsnl Recharge Plan: ঘন ঘন রিচার্জের টেনশন দূর করেছে BSNL, এই সস্তার প্ল্যানে পান পুরো ৩৯৫ দিনের বৈধতা।
BSNL-এর একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে যার মেয়াদ ৩৯৫ দিনের। এই প্ল্যানে, ব্যবহারকারীরা দীর্ঘ মেয়াদের পাশাপাশি পাবেন আনলিমিটেড কলিং এবং ডেটার সুবিধা পাবেন।
বিএসএনএল গত কয়েক মাসে ব্যবহারকারীদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে। যেহেতু বেসরকারী সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে, লক্ষ লক্ষ ব্যবহারকারী তাদের নম্বরগুলি সরকারি টেলিকম সংস্থায় পোর্ট করছেন। BSNL-এর এরকম একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যা আপনাকে দেবে পুরো ৩৯৫ দিনের ভ্যালিডিটি। কোনও বেসরকারী টেলিকম সংস্থার এমন কোনও রিচার্জ প্ল্যান নেই যা এক বছরের বেশি বৈধতা অফার করে। BSNL-এর এই রিচার্জ প্ল্যান ব্যবহারকারীদের বারবার তাদের নম্বর রিচার্জ করার টেনশন থেকে মুক্তি দেয়।
BSNL এর 2399 টাকার প্ল্যান
BSNL-এর এই রিচার্জ প্ল্যানটি 2,399 টাকায় পাওয়া যাচ্ছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই রিচার্জ প্ল্যানটি ৩৯৫ দিনের বৈধতা অফার করে। এই প্ল্যানে, ব্যবহারকারীরা সারা দেশে যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করার অফার পান। এছাড়াও, BSNL-এর এই প্রিপেড প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন 2GB হাই স্পিড ডেটার সুবিধাও দেওয়া হচ্ছে। এমনকি দৈনিক লিমিট শেষ হয়ে গেলেও, ব্যবহারকারীরা 40kbps গতিতে আনলিমিটেড ইন্টারনেট পাবেন।
BSNL-এর এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা বিনামূল্যে রোমিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও ব্যবহারকারীরা প্রতিদিন 100টি ফ্রি SMS এর সুবিধা পাবেন। এতে, ব্যবহারকারীরা 30 দিনের জন্য বিনামূল্যে BSNL টিউনসের সুবিধা পাবেন। শুধু তাই নয়, ব্যবহারকারীরা Hardy Games, Challenger Arena Games, Gameon & Astrotell, Gameium, Zing Music, WOW Entertainment, Lystn Podocat -র মত সুবিধাও অ্যাক্সেস করতে পারবেন।
4G পরিষেবা শীঘ্রই শুরু হবে
BSNL শীঘ্রই সারা দেশে 4G পরিষেবা চালু করতে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে অক্টোবরে সারা দেশে 4G পরিষেবা চালু করতে চলেছে সরকারি টেলিকম কোম্পানি। বর্তমানে কোম্পানিটি দেশের সব বড় শহর ও টেলিকম সার্কেলে 4G সেবা ট্রায়াল করছে। শুধু তাই নয়, সারা দেশে ২৫ হাজারের বেশি ফোরজি মোবাইল টাওয়ার স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া সরকারি কোম্পানিও শীঘ্রই 5G ট্রায়াল শুরু করতে চলেছে।
< Bsnl 5G: মারকাটারি অফার! BSNL দিচ্ছে বছরভর রিচার্জের ঝামেলা থেকে মুক্তি, 5G নিয়ে বিরাট আপডেট >