BSNL 187 Recharge Plan:সরকারী মালিকানাধীন টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) একের পর এক আলোড়ণ ফেলা লঞ্চ করে বাজার কাঁপিয়ে দিচ্ছে। যার ফলে টেনশন বেড়েছে jio,Airtel, Vi-এর। 28 দিনের বৈধতার সাথে একাধিক প্রিপেইড প্ল্যান রয়েছে BSNL-er। আপনি যদি 28 দিনের বৈধতা সহ সস্তার একটি প্ল্যানের সন্ধান করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে রইল বেশ কয়েকটি 'বিস্ফোরক' প্ল্যানের তালিকা। এই প্ল্যানে ইউজাররা 1GB থেকে 2GB দৈনিক ডেটার পাশাপাশি প্রতিদিনের ১০০ এসএমএস সহ আনলিমিটেড কলিং পরিষেবা পাবেন।
অর্ধেক দামে পান Xiaomi 14 প্রিমিয়াম স্মার্টফোন! উৎসব মরশুমের অফারে চমকে যাবেন
28 দিনের বৈধতার সাথে BSNL প্রিপেড প্ল্যান:
BSNL-এর 108 টাকার প্ল্যান: BSNL-এর 108 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা পাবেন ইউজারা। এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি ইউজাররা পাবেন হাইস্পিড ডেটার সুবিধা। ডেটা সীমা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের স্পিড 40kbps-এ নেমে যাবে।
BSNL-এর 139 টাকার প্ল্যান: BSNL-এর 139 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা অফার করা হয়। বৈধতার কথা বললে, এই প্ল্যানের বৈধতা 28 দিন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাচ্ছে। হাই স্পিড ডেটা শেষ হওয়ার পরে, ইউজাররা পাবেন 40kbps-এর স্পিড।
BSNL-এর 149 টাকার প্ল্যান: BSNL-এর 149 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা পান ইউজাররা। এই প্ল্যানটির বৈধতা 28 দিনের। এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা প্রদান করে। এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS দেওয়া হয়। উচ্চ গতির ডেটা সীমা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি 40kbps-এ কমে যায়।
BSNL নিয়ে এল আরও সস্তার 4G প্ল্যান, ২৫০ টাকার কমে পান সুনানি গতিতে ইন্টারনেট
BSNL-এর 187 টাকার প্ল্যান: BSNL-এর 187 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটার সুবিধা পান। এই প্ল্যানটির বৈধতা 28 দিন।এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS দেওয়া হয়। হাইস্পিড ডেটার সীমা শেষ হয়ে যাওয়ার পর প্রতি এমবি 25 পয়সা চার্জ করা হয় এই প্ল্যানে।