BSNL 4 Cheapest Recharge Plans: ভারতে টেলিকম জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করল বিএসএনএল। ধীরে ধীরে একদিকে যেমন নেটওয়ার্ক প্রসারিত করার কাজ করছে সংস্থা তেমনই সস্তার রিচার্জের মাধ্যমে মোবাইল ইউজারদের কাছে ক্রমেই তার জনপ্রিয়তা বাড়াচ্ছে সরকারি টেলিকম সংস্থা। অন্যান্য নেটওয়ার্ক থেকে মানুষ এখন BSNL-এ পোর্ট করছেন। BSNL আগামীদিনে আরও ভাল নেটওয়ার্ক, 4G ইন্টারনেট সহ একাধিক সুবিধা প্রদান কররে চলেছে। এর পাশাপাশি খুব কম দামে রিচার্জ অফারও দিচ্ছে সংস্থা। বিশেষ করে অন্যান্য নেটওয়ার্ক যখন রিচার্জের দাম বাড়িয়েছে, বিএসএনএল তখন খুব কম দামে একের পর এক দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। এবার কম দামে ২৮ দিনের বৈধতার প্ল্যানে তোলপাড় ফেলে দিয়েছে সরকারি টেলিকম সংস্থা।
ছোট পরিবারের জন্য একেবারে পারফেক্ট! বাজেট ৫ লাখ? বাড়িতে আনুন দুর্দান্ত এই ফ্যামিলি কার
BSNL-এর সস্তার প্ল্যান
BSNL-এর 108 টাকার প্ল্যান: BSNL-এর 108 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডেটার সুবিধা পান ইউজাররা। এই প্ল্যানটি 28 দিনের বৈধতা দেয়। ভয়েস কলিংয়ের কথা বললে, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং দেওয়া হয়েছে। হাইস্পিড ডেটা সীমা শেষের পরে, ইন্টারনেটের স্পিড 40kbps-এ নেমে আসে।
BSNL-এর 139 টাকার প্ল্যান: BSNL-এর 139 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়। বৈধতার কথা বললে, এই প্ল্যানের বৈধতা 28 দিন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাচ্ছে। হাইস্পিড ডেটা সীমা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের স্পিড 40kbps-এ নেমে যায়।
BSNL-এর 149 টাকার প্ল্যান: BSNL-এর 149 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা দেওয়া হয়। এই প্ল্যানটির বৈধতা 28 দিনের। এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা প্রদান করে। এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS দেওয়া হয়। হাই স্পিড ডেটা শেষ হওয়ার পরে, ইন্টারনেট স্পিড 40kbps-এ নেমে যায়।
BSNL-এর 187 টাকার প্ল্যান: BSNL-এর 187 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি 28 দিনের বৈধতা দেয়। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS দেওয়া হয়। হাই স্পিড ডেটা সীমা শেষ হওয়ার পরে, প্রতি এমবি 25 পয়সা চার্জ করা হয়।