BSNL Rs 1,999 prepaid plan: কয়েকদিন ধরে রিলায়েন্স জিওকে টেক্কা দেওয়ার জন্য একপ্রকার উঠে পড়ে লেগেছে BSNL। এবার এই নতুন রিচার্জ এনে জিওকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারত সঞ্চার নিগম লিমিটেড।
মূল বক্তব্য: এক বছরের রিচার্জ করে ফেলুন একবারে। ১,৯৯৯ টাকার প্রিপেইড রিচার্জ আনল BSNL। যার সময়সীমা ৩৬৫ দিন, মানে এক বছর। ৭৩০ জিবি ইন্টারনেট পাবেন এই রিচার্জ প্যাকে। সঙ্গে আনলিমিটেড কলিং এবং এসএমএসের সুবিধে। তবে এর ভ্যালিডিটি কিন্তু সীমিত। ২৫ জুন থেকে ২২ সেপ্টেম্বর অবধি করা যাবে BSNL এর এই দীর্ঘতম রিচার্জ।
এই প্ল্যানের আওতায় আপনি ২ জিবি করে প্রত্যেকদিন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রোজ আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে পাবেন আনলিমিটেড এসএমএসের সুবিধা। তবে সারা বছরে জন্য মোট ৩৬,৫০০ টি এসএমএস ব্যবহার করতে পারবেন। এবং দিল্লি ও মুম্বই শহরে পাওয়া যাবে না আনলিমিটেড কলিং-এর সুবিধা।
লং-টার্ম রিচার্জে রিলায়েন্স জিওকে টেক্কা দেওয়ার জন্য নতুন অফার নিয়ে হাজির হয়েছে BSNL। ভ্যালিডিটির দিক দিয়ে রিলায়েন্স জিওর থেকে এগিয়ে রইল BSNL। জিওর ১,৯৯৯ টাকার রিচার্জে পাওয়া যায় ১২৫ জিবি ডেটা, যার বৈধতা থাকে ১৮০ দিন। গোটা ভারতেই রিলায়েন্স জিওর এই পরিষেবা পাওয়া যায়। যার ডাউনলোড স্পিড থাকে ৬৪ Kbps। Telecom Talk এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী BSNL এর নতুন ১,৯৯৯ টাকার রিচার্জটি ব্যবহার করতে পারবেন চেন্নাই এবং তামিলনাড়ুর গ্রাহকরা, যদিও শুধুমাত্র কেরালাতেই BSNL টেলিকম পরিষেবায় পাওয়া যায় ফোরজি নেটওয়ার্ক।
কিছুদিন আগে ঈদ উপলক্ষ্যে BSNL নিয়ে এসেছিল ৭৮৬ টাকার ফেস্টিভ কম্বো ভাউচার। যার বৈধতা থাকবে ১৫০ দিন। এই প্ল্যানের আওতায় BSNL প্রত্যেক দিন ২ জিবি করে ডেটা সহ ১০০ টি করে এসএমএস পাওয়া যায়, এছাড়া ন্যাশনাল রোমিং-সহ আনলিমিটেড ভয়েস কল করার সুবিধাও রয়েছে। এই কম্বো প্যাকটির নাম Special Tariff Voucher (STV)।