Advertisment

BSNL New year 2025 Offer: বছরের শুরুতেই ছক্কা...! ৪২৫ দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানে বড় চমক BSNL-এর

BSNL New year 2025 Offer: বছরের প্রথমেই গ্রাহকদের জন্য বিরাট চমক। BSNL নিয়ে এসেছে ৪২৫ দিনের দীর্ঘ বৈধতা সহ বিশেষ এক রিচার্জ প্ল্যান। নয়া এই প্ল্যান রাতের ঘুম কেড়েছে Jio, Airtel এবং Vi-এর।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL New Plan

আনলিমিটেড কলিং সহ প্রচুর ডাটা

BSNL New year 2025 Offer:  বছরের প্রথমেই গ্রাহকদের জন্য বিরাট চমক। BSNL নিয়ে এসেছে ৪২৫ দিনের দীর্ঘ  বৈধতা সহ বিশেষ এক রিচার্জ প্ল্যান। নয়া এই প্ল্যান রাতের ঘুম কেড়েছে  Jio, Airtel এবং Vi-এর।  

Advertisment

BSNL- তার তালিকায় একটি নতুন প্ল্যান যুক্ত করেছে।  যাতে গ্রাহকরা পাবেন সবচেয়ে দীর্ঘ বৈধতা। BSNL-এর এই নতুন প্রিপেড প্ল্যানের দাম ২৩৯৮ টাকা। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের সাথে, আপনি পাবেন ৪২৫ দিনের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি।  

আনলিমিটেড কলিং সহ প্রচুর ডাটা

BSNL ব্যবহারকারীরা এই রিচার্জ প্ল্যানে সমস্ত নেটওয়ার্কের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন । এছাড়াও এই রিচার্জ প্ল্যানে ইউজাররা মোট  ৮৫০জিবি ডেটার সুবিধা পাবেন। অর্থাৎ আপনি প্রতিদিন ২জিবি হাইস্পীড ডেটা ব্যবহার করতে পারবেন।  অন্যান্য নিয়মিত রিচার্জ প্ল্যানের মতো, এই প্ল্যানেও আপনি প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS এর সুবিধা পাবেন। 

Advertisment

কোম্পানি বর্তমানে জম্মু ও কাশ্মীর অঞ্চলে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য এই প্ল্যানটি চালু করেছে। সংস্থাটি অন্য অঞ্চলের জন্য এটি চালু করবে কি না তা এখনও জানা যায়নি। 

BSNL 5G bsnl plan bsnl BSNL recharge plan
Advertisment