বিএসএনএল বেসরকারী টেলিকম পরিষেবা সরবরাহকারীদের মতো কোনও শুল্ক বৃদ্ধি করেনি ২০১৯ এর ডিসেম্পর মাসে। নিত্যদিন ২জি/৩জি গতিতে ১ জিবি ডেটা পাওয়া রিচার্জ প্যাক রয়েছে এই টেলিকম পরিষেবায়। এদিকে ফাইভ-জির জমানায় বিএসএনএলের কাছে নেই ফোর-জি স্পেকট্রাম। তা সত্ত্বেও,সমীক্ষায় দেখা গিয়েছে রিলায়েন্স জিওর চেয়ে বেশি গ্রাহক যুক্ত হয়েছে রাষ্ট্রীয় মালকাধীন টেলিকম সংস্থা বিএসএনএল।
Advertisment
দিন কয়েক আগে বিএসএনএল ৩১৮ টাকার একটি রিচার্জ প্যাক লঞ্চ করেছে। যেখানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাচ্ছে। এর বৈধতা ৩১৮ দিন। সম্প্রতি আরও একটি রিচার্জ প্যাক নিয়ে হাজির হয়েছে বিএসএনএল। তাতে রয়েছে নিত্য দিন পাঁচ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধে। প্ল্যানের দাম ৫৫১ টাকা। এর বৈধতা ৯০ দিন। অর্থাৎ ৯০ দিনে মোট ৪৫০ জিবি ডেটা পাবেন আপনি। ব্যবহারের সময় যার গতি থাকবে ২ জি/৩ জি। যেহেতু এটি কেবলমাত্র ডেটা প্ল্যান, ব্যবহারকারীরা কোনও ভয়েস কলিং বা এসএমএস সুবিধা পাবেন না। তবে এই সুবিধা আপনি পাবেন কিনা, তা জানতে পেটিএম, ও বিএসএনএলের ওয়েবসাইটে দেখে নিন।
Advertisment
এছাড়া চলতি যে সমস্ত বিএসএনএলের রিচার্জ প্ল্যান রয়েছে তা হল... ৯৯৮ ও ১,৯৯৯ টাকার প্ল্যান। ৯৯৮ টাকায় পাওয়া যাবে নিত্যদিন ২ জিবি করে ডেটা। এর বৈধতা ২৪০ দিন। দোলের জন্য ৩০ দিন সময়সীমা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, প্রতিযোগীতার দৌড়ে পিছিয়ে পড়ছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা। গত বছর থেকেই ফোর-জি স্পেকট্রামের জন্য আবেদন জানালেও কোনো লাভ হয়নি। এদিকে, জানুয়ারি মাসের বেতনও পায়নি কর্মচারীরা। বিএসএনএলের কর্মীদের অভিযোগ, কেন্দ্র নতুন ফোর-জি প্যাকেজ তৈরিতে কোনো গুরুত্বই দিচ্ছে না।