Advertisment

BSNL sostar recharge plan : সস্তার প্ল্যানে 'কেলেঙ্কারির', ৬০০০ জিবি ডেটা....!

BSNL sostar recharge plan : সরকারি টেলিকম সংস্থার পোর্টফোলিওতে ৭০ দিন থেকে ১০৫ দিন, ১৫০ দিন, ১৩০ দিন, ১৬০ দিন, ১৮০দিন, ২০০ দিন এবং এক বছরের মধ্যে অনেকগুলি দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL 336 days plan

বিএসএনএল রিচার্জ তালিকায় দীর্ঘ মেয়াদ সহ বেশ কিছু প্ল্যান রয়েছে

BSNL sostar recharge plan :  এক বছরের বৈধতা সহ BSNL-এর সবচেয়ে সস্তা প্ল্যান, এক রিচার্জেই সব সমস্যার সমাধান।

Advertisment

বিএসএনএল রিচার্জ তালিকায় দীর্ঘ মেয়াদ সহ বেশ কিছু প্ল্যান রয়েছে।  আপনি যদি BSNL সিম ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে আপনাকে এমন একটি BSNLপ্ল্যান সম্পর্কে জানাতে চলেছি যাতে আপনি পেয়ে যাবেন পুরো ৩৩৬ দিনের বৈধতা। আর এই জন্য আপনাকে দিতে হবে মাত্র দেড় হাজার টাকারও কম। এই ধামাকা প্ল্যানে, আপনি বিনামূল্যে কলিংয়ের সঙ্গে পাবেন ডেটার সুবিধাও। 

রিচার্জ প্ল্যানের দাম বাড়ার ফলে সমস্যার মুখে একটা বড় অংশের মোবাইল ইউজার। তাদের সকলের কাছে যেন ত্রাতা হয়ে উঠেছে BSNL। যখন থেকে Jio Airtel এবং Vi তাদের দাম বাড়িয়েছে, ব্যবহারকারীরা সস্তা এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যানের সন্ধানে BSNL-এ স্যুইচ করছেন। BSNL-ই একমাত্র সংস্থা যারা এখনও পুরানো হারে গ্রাহকদের রিচার্জ প্ল্যান অফার করছে।

যেখানে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভিআই দীর্ঘ মেয়াদের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে হাজার হাজার টাকা চার্জ করছে, বিএসএনএল ৫০০ টাকার কমে ১৫০ দিনের ভ্যালিডিটি সহ প্ল্যান অফার করছে।  আপনি যদি একটি সস্তার রিচার্জ প্ল্যানের সন্ধান করে থাকেন তাহলে  BSNLআপনার জন্য একটি বিশেষ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে ৷ মাত্র একটি রিচার্জ প্ল্যানে আপনি সারা বছরের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন আপনি। সরকারি টেলিকম সংস্থার পোর্টফোলিওতে ৭০ দিন থেকে ১০৫ দিন, ১৫০ দিন, ১৩০ দিন, ১৬০ দিন, ১৮০দিন, ২০০ দিন এবং এক  বছরের মধ্যে অনেকগুলি দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে। 

BSNL-এর সস্তা প্ল্যানে কেলেঙ্কারির অফার
সম্প্রতি, বিএসএনএল তালিকায় ১৪৯৯ টাকার একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান যুক্ত করেছে। এই প্ল্যানে আপনাকে অনেক চমৎকার পরিষেবা দিচ্ছে সংস্থা। BSNL এই রিচার্জ প্ল্যানে ৩৩৬ দিনের বৈধতা দিচ্ছে, যার মানে আপনি প্রায় পুরো বছর ধরে রিচার্জের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন। আপনি ৩৩৬ দিনের জন্য Jio, Airtel এবং Vi নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবেন। BSNL-এর এই প্ল্যানে আপনি প্রতিদিন 100টি ফ্রি SMS পাবেন। কোম্পানি আপনাকে ৩৩৬ দিনের  জন্য মোট 24GB ডেটা অফার করে। তবে, যদি আপনার আরও ডেটার প্রয়োজন হয় তবে আপনি ১৯৯৯ টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। BSNL১৯৯৯ টাকার প্ল্যানে  গ্রাহকদের মোট 6000GB ডেটার সুবিধা দেওয়া হয়। 

BSNL 5G bsnl
Advertisment