Advertisment

BSNL VS JIO: BSNL-র থেকেও সস্তার প্ল্যান, তোলপাড় ফেলল Jio, কম দামে এবার মিলবে সুপারফাস্ট ইন্টারনেট

কম দামে এবার মিলবে সুপারফাস্ট ইন্টারনেট।

IE Bangla Web Desk এবং IE Bangla Tech Desk
New Update
BSNL VS Jio, BSNL 399 Broadband Plan, Jio 399 Broadband Plan

BSNL-র থেকেও সস্তার প্ল্যান এনে এবার তোলপাড় ফেলল Jio

BSNL VS JIO : BSNL-র থেকেও সস্তার প্ল্যান এনে এবার তোলপাড় ফেলল Jio, কম দামে এবার মিলবে সুপারফাস্ট ইন্টারনেট,
বিএসএনএল এবং রিলায়েন্স জিও দুটি শীর্ষস্থানীয় টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা। ভোডা-জিও-এয়ারটেল দাম বাড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছে বিএসএনএল। এখন গ্রাহকদের মধ্যে প্রশ্ন কোন কোম্পানির ব্রডব্যান্ড প্ল্যানে মিলবে সবচেয়ে বেশি সুবিধা?

Advertisment

BSNL ৩৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান-
এখন যদি আমরা এই প্ল্যানের কথা বলি, BSNL এই প্ল্যানে দিচ্ছে 30 Mbps স্পিড । প্ল্যানটি 1TB বা 1000GB ডেটা অফার করে৷ এর পরে ইন্টারনেটের স্পিড কমে 4 এমবিপিএস হয়ে যাবে। এই প্ল্যানে সব জায়গায় পাওয়া যায় না। এই প্ল্যানে ফিক্সড লাইন ভয়েস কলিং সংযোগও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন - < UPI ID: UPI পেমেন্টে এই বিরাট ভুল করলেই সর্বনাশ, মুহূর্তে গায়েব হবে অ্যাকাউন্টের টাকা >

Jio ৩৯৯ ব্রডব্যান্ড প্ল্যান-
রিলায়েন্স জিওর 399 টাকার ব্রডব্যান্ড প্ল্যান কিনলে আপনি 30 এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন। এতে ব্যবহারকারীদের ৩.৩ টিবি ডেটা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে বলা এই প্ল্যানটি BSNL-এর তুলনায় ডেটার দিক থেকে অনেক ভাল। তবে এতে বাড়তি কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। যাইহোক, পরিষেবার দিক থেকে Jio, BSNL-এর থেকেও ভাল। এই প্ল্যান গ্রাহকদের জন্য সেরা বলে প্রমাণিত।

jio bsnl Tech News
Advertisment