BSNL VS JIO : BSNL-র থেকেও সস্তার প্ল্যান এনে এবার তোলপাড় ফেলল Jio, কম দামে এবার মিলবে সুপারফাস্ট ইন্টারনেট,
বিএসএনএল এবং রিলায়েন্স জিও দুটি শীর্ষস্থানীয় টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা। ভোডা-জিও-এয়ারটেল দাম বাড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছে বিএসএনএল। এখন গ্রাহকদের মধ্যে প্রশ্ন কোন কোম্পানির ব্রডব্যান্ড প্ল্যানে মিলবে সবচেয়ে বেশি সুবিধা?
BSNL ৩৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান-
এখন যদি আমরা এই প্ল্যানের কথা বলি, BSNL এই প্ল্যানে দিচ্ছে 30 Mbps স্পিড । প্ল্যানটি 1TB বা 1000GB ডেটা অফার করে৷ এর পরে ইন্টারনেটের স্পিড কমে 4 এমবিপিএস হয়ে যাবে। এই প্ল্যানে সব জায়গায় পাওয়া যায় না। এই প্ল্যানে ফিক্সড লাইন ভয়েস কলিং সংযোগও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন - < UPI ID: UPI পেমেন্টে এই বিরাট ভুল করলেই সর্বনাশ, মুহূর্তে গায়েব হবে অ্যাকাউন্টের টাকা >
Jio ৩৯৯ ব্রডব্যান্ড প্ল্যান-
রিলায়েন্স জিওর 399 টাকার ব্রডব্যান্ড প্ল্যান কিনলে আপনি 30 এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন। এতে ব্যবহারকারীদের ৩.৩ টিবি ডেটা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে বলা এই প্ল্যানটি BSNL-এর তুলনায় ডেটার দিক থেকে অনেক ভাল। তবে এতে বাড়তি কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। যাইহোক, পরিষেবার দিক থেকে Jio, BSNL-এর থেকেও ভাল। এই প্ল্যান গ্রাহকদের জন্য সেরা বলে প্রমাণিত।