Advertisment

BSNL vs Jio and Airtel: মাত্র ১৬৬ টাকায় পান ৬০০ জিবি ডেটা, Jio-Airtel-Vi-কে বিরাট টেক্কা

BSNL-এর এই প্ল্যানটি Jio এবং Airtel-এর থেকে বহুগুণ সস্তা, আপনি প্রতি মাসে মাত্র ১৬৬ টাকা রিচার্জ করেই পেতে পারেন ৬০০ জিবি ডেটা।

author-image
IE Bangla Tech Desk
New Update
"BSNL 4G Plan, BSNL 365 days plan, BSNL recharge plan, BSNL best plan, BSNL 600GB Plan, BSNL long validity plan, bharat sanchar nigam limited, BSNL 5G, BSNL 4G launch, BSNL 4G Service, BSNL 4G, bsnl plans,bsnl recharge plan,bsnl recharge plan 2024,bsnl,bsnl new plans,bsnl recharge plans,jio vs bsnl recharge plan 2024,bsnl recharge,jio recharge plan,airtel recharge plan,bsnl vs jio,bsnl vs airtel,jio vs bsnl,bsnl validity recharge plan,jio vs bsnl recharge plan,jio vs bsnl recharge plans,bsnl validity recharge,best bsnl recharge plan,bsnl plan 2024,bsnl 4g recharge plan list 2024,jio new plan,jio new recharge plan,

অফুরন্ত কলের সঙ্গে ৩ জিবি ডেটা, বছরভর রিচার্জের ঝামেলা থেকে মুক্তি, BSNL-র সেরা প্ল্যান চমকে দেবে।

BSNL vs Jio and Airtel: BSNL-এর এই প্ল্যানটি Jio এবং Airtel-এর থেকে বহুগুণ সস্তা, আপনি প্রতি মাসে মাত্র ১৬৬ টাকা রিচার্জ করেই পেতে পারেন ৬০০ জিবি ডেটা। বিএসএনএল গত এক মাসে ভারতের অনেক রাজ্যে লক্ষাধিক নতুন গ্রাহককে তার নেটওয়ার্কে যুক্ত করেছে।

Advertisment

ভারতের ৩টি বেসরকারী টেলিকম কোম্পানি - রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া ২০২৪ সালের জুলাই মাসে তাদের প্রিপেইড এবং পোস্টপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে।

যাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ গ্রাহকদের মধ্যে অনেক অসন্তোষ রয়েছে, কারণ তিন কোম্পানির রিচার্জ প্ল্যান এখন ২০-৩০ শতাংশ ব্যয়বহুল হয়ে গেছে। বিএসএনএল তার সস্তা প্ল্যানে লোকেদের আকৃষ্ট করতে শুরু করেছজে।

BSNL সারা দেশে তার 4G কানেক্টিভিটি এবং এমনকি BSNL 5G কানেক্টিভিটি সম্প্রসারণের জন্য দ্রুত কাজ শুরু করেছে। এমনকি কিছু রিপোর্টে বলা হচ্ছে যে 2025 সালের শেষ নাগাদ BSNL 5G চালু করতে চলেছে। আজকের এই প্রতিবেদনে আমরা বিএসএনএলের এমন একটি সস্তার প্ল্যান নিয়ে এসেছি যার মাধ্যমে সারা বছরের টেনশন দূর হবে।

প্রতি মাসে মাত্র ১৬৬ টাকা খরচ হবে BSNL-র এই প্ল্যানটি উপভোগ করতে। BSNL দিচ্ছে 1999 টাকায় দিচ্ছে ৩৬৫দিনের বৈধতা। এই প্ল্যানের সাথে, ব্যবহারকারীরা সারা দেশে যেকোনো নেটওয়ার্কে 600GB হাই-স্পিড ডেটা, প্রতিদিন 100SMS এবং আনলিমিটেড ফ্রি কলের সুবিধা পাবেন। মনে রাখবেন ব্যবহারকারীরা কোনো দৈনিক সীমা ছাড়াই এই ডেটার সুবিধা পেতে পারেন।

আরও পড়ুন - < BSNL 5G: কবে বাজারে আসছে BSNL 5G? বিরাট আপডেট এবার প্রকাশ্যে >

এর মানে হল যে এই প্ল্যানের মাধ্যমে, ব্যবহারকারীরা প্রতি মাসে মাত্র ১৬৫ টাকায় দৈনিক 1.5GB ডেটা, 100SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেতে পারেন।

অন্যদিকে রিলায়েন্স জিওর প্রতিদিন 1.5GB ডেটা এবং 28 দিনের জন্য আনলিমিটেড কলিং সুবিধা পেতে গ্রাহকদের দিতে হবে ২৯৯ টাকা। একই সময়ে, Airtel কোম্পানি একই প্রিপেড প্ল্যানের জন্য প্রতি মাসে ৩৪৯ টাকা চার্জ করে। যদিও, বিএসএনএল-র নেটওয়ার্ক নিয়ে অনাক গ্রাহকই অভিযোগ করছেন। তবে আগামী সময়ে তার নেটওয়ার্ক উন্নত করতে কাজ করছে BSNL

jio airtel bsnl
Advertisment