Advertisment

BSNL to launch 5G: পরিষেবা উন্নত করার মরিয়া লড়াই, অপেক্ষার অবসান দ্রুত! শীঘ্রই লঞ্চ BSNL 5G

BSNL to launch 5G: আমরা সবাই চাই দ্রুত গতির ইন্টারনেট। 4G নেটওয়ার্ক আপগ্রেডেশনের সঙ্গে সঙ্গে ভারতে ইন্টারনেটের পরিষেবা আমূল বদলে গিয়েছে। এখন সব সংস্থা গ্রাহকদের আরও উন্নত নেটওয়ার্ক প্রদান করতে 5G পরিষেবা চালু করতে ব্যস্ত।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL 5G.

প্রতীকী ছবি

BSNL to launch 5G: ভারতে 5G পরিষেবা ইতিমধ্যে শুরু হয়েছে।  Jio এবং Airtel 5G পরিষেবার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে । অন্যদিকে, এখন ভারতে সরকারি টেলিকম কোম্পানি BSNL তার 5G পরিষেবা চালু করার দৌড়ে এগিয়ে রয়েছে। ঝাঁপ শীঘ্রই BSNL তার 5G পরিষেবার সুবিধা শুরু করতে চলেছে দেশ জুড়ে।ব

Advertisment

আমরা সবাই চাই দ্রুত গতির ইন্টারনেট।  4G নেটওয়ার্ক আপগ্রেডেশনের সঙ্গে সঙ্গে ভারতে ইন্টারনেটের পরিষেবা আমূল বদলে গিয়েছে। এখন সব সংস্থা গ্রাহকদের আরও উন্নত নেটওয়ার্ক প্রদান করতে 5G পরিষেবা চালু করতে ব্যস্ত। গত কয়েকদিন ধরেই 5G পরিষেবা নিয়ে বাজারে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা চলছে। অন্যদিকে, এখন সরকারি টেলিকম BSNL 5G-প্রতিযোগিতার আসরে নামার সিদ্ধান্ত নিয়েছে। এয়ারটেল 1 অক্টোবর, 2022 থেকে ভারতের অনেক শহরে 5G পরিষেবা দেওয়া শুরু করেছে। যেখানে Jio এই পরিষেবা শুরু করেছে নতুন বছর অর্থাৎ 1 জানুয়ারি, 2023 থেকে। BSNL এবার দেশজুড়ে তার 5G পরিষেবা শুরু চলেছে।

পরের গ্রীষ্মে উপভোগ করুন হীমশীতল বাতাস, এসি প্যাক করার আগে ছোট্ট কাজটি ভুলবেন না

BSNL-এর 5G পরিষেবা শীঘ্রই শুরু হবে
5G পরিষেবার বিষয়ে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারত সঞ্চার নিগম লিমিটেড 2025 সালের এপ্রিলের মধ্যে তার পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। BSNL 4G পরিষেবা চালু করার পরেই সংস্থা তার 5G পরিষেবাটি চালু করবে।   BSNL বর্তমানে TCS এবং C-DOT এর সাথে 4G নেটওয়ার্ক নিয়ে কাজ করছে, BSNL 4G পরিষেবা আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে।

'মধ্যবিত্ত'দের মুখে চওড়া হাসি! TVS iQube ই-স্কুটারে পান ২০ হাজারের বিশেষ ছাড়

BSNL-এর 5G পরিষেবা চালু করলে Jio এবং Bharti Airtel তাদের বিপূল সংখ্যায় গ্রাহকদের হারাতে পারে বলেই ধারণা করা হচ্ছে। বিএসএনএল এক সময় ভারতের শীর্ষ টেলিকম সংস্থাগুলির মধ্যে একটি ছিল। ইউজার সংখ্যা ছিল সর্বোচ্চ।  ধীরে ধীরে সময়ের সাথে সাথে বেসরকারি টেলিকম সংস্থাগুলির মারকাটারি পরিষেবার কারণে BSNL-er জনপ্রিয়তাও উল্লেখযোগ্য হারে কমে গেছে।

BSNL 5G
Advertisment