Advertisment

সিম ছাড়াই মোবাইল থেকে ফোন করুন, সৌজন্যে বিএসএনএল

পরিষেবাটি পেতে ডাউনলোড করুন বিএসএনএলের ‘Wings’ নামে অ্যাপটি ৷ খরচা হবে বছরে ১ হাজার ৯৯ টাকা। একবার সাবস্ক্রাইবে আনলিমিটেড কলের সুবিধা পাবেন করা ওই অ্যাপ থেকে ৷

author-image
IE Bangla Web Desk
New Update
BSNL Chhota Pack, BSNL Freedom Offer:

BSNL Rakhi Rs 399 Prepaid recharge offer 2018: দেখুন বিএসএনএলের রাখী অফার।

সিম ছাড়াই এবার ফোন করুন, মোবাইল থেকে। ইন্টারনেট টেলিফোনি পরিষেবা আনল  রাষ্ট্রায়ত্ত টেলি সংস্থা বিএসএনএল ৷ আজ থেকেই চালু হচ্ছে এই পরিষেবা। কেমন করে ব্যবহার করবেন এই নয়া প্রযুক্তি?

Advertisment

পরিষেবাটি পেতে ডাউনলোড করুন বিএসএনএলের ‘Wings’ নামে অ্যাপটি ৷ খরচা হবে বছরে ১ হাজার ৯৯ টাকা। একবার সাবস্ক্রাইবে আনলিমিটেড কলের সুবিধা পাবেন করা ওই অ্যাপ থেকে ৷ যে কোনও টেলিকম অপারেটরের ইন্টারনেট সার্ভিস বা wi-fi এর মাধ্যমে যে কোনও নম্বরে ফোন করা যাবে ৷

টিকে থাকার লড়াইয়ে টেক্কা দিতে সিম ছাড়াই বিএসএনএলের পরিষেবা ব্যবহার করবে গ্রাহকরা। তারজন্য প্রয়োজন হবে শুধুমাত্র অ্যাপটির। তবে এতে যদি আপনি অন্য টেলিকম পরিষেবা ব্যবহার করেন, তাতেও কোনো অসুবিধা নেই। যে কোনো একটি মোবাইল নম্বরের সঙ্গে অ্যাপটি লিঙ্ক করতে হবে৷ ‘Wings’ অ্যাপটি দিয়ে ভারত থেকে বিদেশের যে কোনও নম্বরে ফোন করতে পারবেন আপনি, তাও এক্কেবারে বিনামূল্যে।

bsnl
Advertisment