/indian-express-bangla/media/media_files/2025/03/11/Q1qAkGDfxrxhq2id11a4.jpg)
বুঝে ওঠার আগেই খালি হবে অ্যাকাউন্ট, জালিয়াতির হাইটেক কৌশল, বিরাট সতর্কতা জারি NPCI-এর
NPCI Cyber Crime: UPI ব্যবহারকারীদের জন্য চূড়ান্ত সতর্কতা জারি করল NPCI, কল মার্জিং কেলেঙ্কারিতে মুহূর্তে খালি হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট। এই ভুলটি কখনই করবেন না।
NPCI UPI ব্যবহারকারীদের নতুন কল মার্জিং কেলেঙ্কারির বিষয়ে সতর্ক করেছেন। UPI এই বিষয়ে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন এই প্রতারণার উপায়টি ভয়ঙ্কর। সতর্ক হওয়ার আগেই প্রতারিত হওয়ার সম্ভাবনা।
দেশের কোটি কোটি UPI ব্যবহারকারীর জন্য NPCI একটি নতুন সতর্কতা জারি করেছে। আজকাল, সাইবার অপরাধীরা নতুন কল মার্জিং স্ক্যামের ফাঁদে ফেলে মানুষকে প্রতারিত করছে। UPI ব্যবহারকারীদের ফাঁদে ফেলার জন্য সাইবার অপরাধীরা এই নতুন পদ্ধতি অবলম্বন করেছে। কল মার্জিং কেলেঙ্কারির আগে, একটি মিসড কল কেলেঙ্কারির ঘটনাও সামনে আসে। যেখানে হ্যাকাররা মিসড কলের মাধ্যমে মানুষকে প্রতারিত করত।
UPI তাদের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে এই নতুন কল মার্জিং স্ক্যাম সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে। UPI_NPCI তাদের পোস্টে লিখেছে যে স্ক্যামাররা আপনাকে তাদের জালে ফাঁদে ফেলার জন্য নতুন এই প্রতারণার উপায় নিয়ে এসেছে। ব্যবহারকারীদের এই বিষয় সম্পর্কে সতর্ক করার পাশাপাশি স্ক্যাম এড়ানোর উপায় সম্পর্কেও মানুষকে জানানো হয়েছে।
Scammers are using call merging to trick you into revealing OTPs. Don’t fall for it! Stay alert and protect your money. 🚨💳 Share this post to spread awareness!#UPI#CyberSecurity#FraudPrevention#StaySafe#OnlineFraudAwareness#SecurePaymentspic.twitter.com/kZ3TmbyVag
— UPI (@UPI_NPCI) February 14, 2025
কল মার্জিং স্ক্যাম কী?
এনপিসিআই তাদের পোস্টে বলেছে যে স্ক্যামাররা কোনও ইভেন্টের আমন্ত্রণ বা চাকরির সাক্ষাৎকারের নামে লোকেদের ফোন করেছে। সেই কলে দাবি করা হয় যে আপনি আপনার এক বন্ধুর কাছ থেকে নম্বরটি পেয়েছেন এবং তারপর আপনাকে বলা হবে যে আপনার বন্ধু আপনাকে অন্য নম্বর থেকে কল করছে এবং আপনাকে কল মার্জ করার কথা বলা হবে। কল মার্জ করলেই OTP স্ক্যামারদের হাতে চলে যাবে। মুহূর্তে খালি হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যেকোনো জালিয়াতি এড়ানোর একমাত্র চাবিকাঠি হল সতর্কতা। আপনি যত বেশি সতর্ক থাকবেন, প্রতারিত হওয়ার সম্ভাবনা তত কম হবে।