Advertisment

Solar AC: প্রখর রোদে দ্রুত ঠাণ্ডা করবে, নামমাত্র দামে লাগান এই এসি

পান দুর্দান্ত শীতল অনুভূতি।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Car Solar AC, mini air conditioner, summer tips for vehicle, Solar AC Car, Car AC,

পান দুর্দান্ত শীতল অনুভূতি

Solar AC: প্রচণ্ড গরমে নাজেহাল দশা মানুষের। গরম থেকে বাঁচতে অনেকে এক প্রকার বাধ্য হয়েই এসি কিনছেন। অনেকেই আছেন যারা এই প্রখর রোদ থেকে বাঁচতে এসি গাড়িতে করে যাতায়াত করেন। তাপমাত্রা বেশি থাকায় গাড়িও সেভাবে অনেক সময় ঠাণ্ডা হয় না। তাপ এতটাই তীব্র যে গাড়ির এয়ার কন্ডিশনারও বিকল হয়ে যাচ্ছে। অথবা এই প্রচন্ড রোদে গাড়ির এসি ঠিকমতো ঠাণ্ডা করতে পারছে না, হয় ঠাণ্ডা হতে সময় নিচ্ছে, নয়তো কুলিং ভালো হচ্ছে কিন্তু জ্বালানি বেশি খরচ হচ্ছে এবং মাইলেজ কমে যাচ্ছে। তবে এমন একটি পদ্ধতিও রয়েছে যার সাহায্যে আপনি এই সমস্ত সমস্যা এড়াতে পারবেন এবং আপনি গাড়িতে বসেও পাবেন দুর্দান্ত শীতল অনুভূতি।

Advertisment

সোলার এসির আপনাকে শুধু এই প্রচণ্ড তাপ থেকে বাঁচাবে তাই নয়, সেই সঙ্গে আপনার গাড়ির মাইলেজও কমবে না। পাশাপাশি এই সোলার এসি ইনস্টল করা খুবই সহজ এবং এটি খুব বেশি জায়গাও নেয় না। আপনি Amazon-Flipkart-এর মতো অনলাইন ওয়েবসাইট থেকে গাড়ির জন্য সোলার এসি কিনতে পারেন। এই সোলার এসিকে শুধু গাড়ির উইন্ডশিল্ডে ঝুলিয়ে রাখতে হবে এবং এটি বাইরে থেকে সূর্যের আলো টেনে আনবে এবং গাড়ির ভিতর ঠাণ্ডা করবে। সহজেই প্রচণ্ড তাপ থেকে মুক্তি পাবেন। বিশেষ করে যাদের গাড়ি ক্যাব সার্ভিসে চলে, তাদের জন্য এই ডিভাইসটি খুবই উপযোগী।

আরও পড়ুন Air Conditioner: প্রতিদিন আটঘন্টা AC চালাচ্ছেন? মাসের শেষে বিদ্যুত বিলের অঙ্কটা চোখ কপালে তুলবে!

এই এয়ার কন্ডিশনার গ্যাজেটটির বিশেষ বিষয় হল এটি কোনো দূষণ ঘটায় না, এটি একটি পরিবেশ বান্ধব এসি মেশিন। এটি ইনস্টল করার জন্য কোন তারের দরকার হবে না। এই মিনি সোলার এসিগুলি Amazon, Flipkart এবং Meesho-এর মতো শপিং সাইটগুলিতে পাওয়া যায়৷ অনলাইন প্ল্যাটফর্মে এগুলোর দাম প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা। আপনি চাইলে যেকোনো ইলেকট্রনিক দোকান বা গাড়ির জিনিসপত্রের দোকান থেকে সোলার এসি কিনতে পারেন।

আরও পড়ুন Air conditioner: এসি চালালেই উগ্র গন্ধ? ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত? ফেটে যাবে না তো!

Tech News Solar Power Heat Wave Air Conditioner
Advertisment