Advertisment

Carrier 2 ton AI Inverter Split AC: সাধারণ এসির তুলনায় এই এসি দেবে দ্বিগুণ বেশি শীতলতা, সঙ্গে পান ১০ বছরের ওয়ারেন্টি

দুটি এসির কাজ একসঙ্গে করবে এই এসি। বাঁচবে ২০-৩০ হাজার টাকা।

author-image
IE Bangla Tech Desk
New Update
cheapest Air Conditioner Machines

Air Conditioner Machine: এয়ার কন্ডিশনার মেশিন।

carrier 2 ton AC: সাধারণ এসির তুলনায় এই এসি দেবে দ্বিগুণ বেশি শীতলতা, সঙ্গে পান ১০ বছরের ওয়ারেন্টি।

Advertisment

চরম তাপপ্রবাহে দমবন্ধকর পরিস্থিতি সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে এসির চাহিদা তুঙ্গে । বর্তমানে ১টন এসির চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু আপনার বাড়ির ঘর যদি একটু বড় হয় বা আপনি যদি খুব তাড়াতাড়ি সাধারণ এসির তুলনায় দ্বিগুণ শীতলতা উপভোগ করতে চান তাহলে আপনাকে ১টনের দুটি এসি বসাতে হবে, যার দাম পড়বে ৬০ থেকে ৭০ হাজার টাকা। তবে এই প্রতিবেদনে এমন এসি নিয়ে আলোচনা করতে চলেছি যা দুটি এসির কাজ একসঙ্গে করতে পারে সঙ্গে আপনার বাঁচতে পারে ২০ থেকে ৩০ হাজার টাকা ।

Carrier 2 Ton 3 Star AC-এর দাম 57,999 টাকা। এই এসিতে রয়েছে ১৪ শতাংশ ডিসকাউন্ট। আপনি ডিসকাউন্টের পর এই এসিটি 49,990 টাকায় কিনতে পারেন। এই এসির উপর আপনি পাবেন 1,750 টাকা ব্যাঙ্কিং ডিসকাউন্ট। এছাড়াও, 2,250 টাকার EMI অফারেও এসিটি কিনতে পারবেন আপনি।

আরও পড়ুন : < Star rating in AC: গুজবে কান নয়! আসলে কোন AC বিদ্যুতের খরচ বাঁচায়? 3 স্টার না 5 স্টার? >

এটি একটি 2 টন স্প্লিট এসি, আপনার ঘরের আয়তন যদি 151 থেকে 200 বর্গফুট হয় তবে এই এসি আপনার ঘর ঠাণ্ডা করার জন্য যথেষ্ট। এসির শীতল ক্ষমতা 6300 কিলোওয়াট। এসি স্মার্ট ফিচার যেমন ডাস্ট ফিল্টার, এয়ার পিউরিফিকেশন এবং ডিহিউমিডিফায়ার সহ আসবে। এই এসি কিনলে আপনি পাবেন ১০ দিনের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এতে থাকছে 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি সহ 5 বছরের PCB ওয়ারেন্টি। এতে রয়েছে বিশেষ AI ফিচার। এটি একটি স্প্লিট ইনভার্টার এসি, যা ডুয়াল ফিল্ট্রেশন, অটো ক্লিন কোয়ালিটির সঙ্গে আসে।

Tech News Air Conditioner air conditioner machine
Advertisment