Advertisment

Centralized AC vs Split AC: গোটা বাড়িতেই উপভোগ করুন হিমশীতল অনুভূতি! নামমাত্র খরচে ইন্সটল করুন Centralized AC

সাধারন এয়ার কন্ডিশনার নাকি সেন্ট্রালাইজড এসি, কোনটা ইন্সটল করলে আপনার সাশ্রয় হবে? আসুন এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Tech Desk
New Update
Centralized AC Vs Split AC, Air conditioner, Centralized AC setup, Centralized AC cost, Centralized AC maintenance, Centralized AC electricity bill, Centralized AC, split ac,

সাধারন এয়ার কন্ডিশনার নাকি সেন্ট্রালাইজড এসি, কোনটা ইন্সটল করলে আপনার সাশ্রয় হবে? আসুন এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

Centralized AC vs Split AC: অসহ্য গরম থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার বা AC মেশিনের বিকল্প নেই। গত কয়েক বছরে শহর থেকে জেলা, সর্বত্রই AC মেশিন কেনার হিড়িক প্রবলভাবে বেড়ে গিয়েছে। বাজারে 3 স্টার, 4 স্টার ও 5 স্টার রেটিং যুক্ত AC পাওয়া যায়। এখন অবশ্যই বাজারে স্মার্ট এসির রমরমা।

Advertisment

এয়ার কন্ডিশনার কিংবা AC মেশিন এখন আর বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না। বরং সময় যত এগোচ্ছে ততই এই সামগ্রীটি অপরিহার্য্য ঠেকছে অনেকের কাছেই। অসহ্য গরম থেকে মুক্তি পেতে অনেকেই AC কিনছেন। ইলেকট্রনিক্সের শোরুমগুলিতে দাবদাহের কালে AC কিনতে ভিড় বাড়ছে। সাধারণ এয়ার কন্ডিশনার নাকি সেন্ট্রালাইজড এসি, কোনটা ইন্সটল করলে আপনার সাশ্রয় হবে? আসুন এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

সাধারণ ভাবে শপিং মল বা অফিসে সেন্ট্রালাইজড এসি ইন্সটল করা থাকে। কিন্তু এগুলি কি বাড়িতে ইনস্টল করা সম্ভব? সেন্ট্রালাইজড এসি ইনস্টল করতে খরচই বা কেমন? আসুন জেনে নেওয়া যাক সেন্ট্রালাইজড এসি ইনস্টল করা সাধারণ এসি সেটআপের চেয়ে বেশি ব্যয়বহুল নাকি সস্তা।

যেহেতু আজকাল প্রচণ্ড গরম, ঘরের বেডরুমে শুধু এসিতে কাজ করছে না। মানুষের সামর্থ্য থাকলে অনেকেই বাড়িতে একটির বদলে দুটি-তিনটি এসি লাগাচ্ছেন। আপনার যদি একটি তিন বেডরুমের (3BHK) ফ্ল্যাটে থাকে এবং স্প্লিট এসি ব্যবহার করেন, তাহলে পুরো ফ্ল্যাট ঠান্ডা করার জন্য আপনাকে কমপক্ষে তিনটি এয়ার কন্ডিশনার মেশিন কিনতে হবে। এমন পরিস্থিতিতে, আপনি একটি সিঙ্গেল এসি অর্থাৎ সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনার লাগিয়ে উপভোগ করতে পারে গোটা ফ্ল্যাটেই হিমশীতল অনুভূতি। আসুন জেনে নেওয়া যাক সেন্ট্রালাইজড এসি বসানো আদৌ কী লাভজনক?

আরও পড়ুন : < Carrier 2 ton AI Inverter Split AC: সাধারণ এসির তুলনায় এই এসি দেবে দ্বিগুণ বেশি শীতলতা, সঙ্গে পান ১০ বছরের ওয়ারেন্টি >

সেন্ট্রাল এসি-তে শুধুমাত্র একটি সেটআপের মাধ্যমে আপনি পুরো ফ্ল্যাট বা বাড়ি ঠান্ডা করতে পারবেন। এর ইনস্টলেশনের পরে, প্রতিটি ঘরে আলাদা ইউনিট ইনস্টল করার দরকার নেই। এটি ইনস্টল করার খরচ খুব বেশি নয়। বড় প্রশ্ন হল সেন্ট্রালাইজড এসি কি সাধারণ এসির চেয়ে বেশি দামী নাকি একই বাজেটের মধ্যেই আসবে? আসুন জেনে নেওয়া যাক এটা ইনস্টল করতে কত খরচ হতে পারে ?

আপনি যদি একটি 3BHK ফ্ল্যাটে থাকেন এবং পুরো ফ্ল্যাটে আপনি শীতলতা উপভোগ করতে চান তাহলে আপনাকে তিনটি রুমের প্রতিটিতে একটি এসি লাগবে। এছাড়া ড্রয়িং রুমে কমপক্ষে ২ টন এসি লাগবে। মাস্টার বেডরুমের জন্য ১.৫ টন এসি, বাকি দুটি রুমের জন্য এক টন এসি লাগবে।

১ টন এসির দাম - প্রায় ৩০ হাজার টাকা। ১.৫ টন এসির দাম - প্রায় ৩৭ হাজার টাকা। অন্যদিকে ২ টন এসির দাম - ৪৮হাজার টাকা। অর্থাৎ তিনটি বেডরুম এবং ডাইনিংয়ের জন্য আপনার মোট খরচ হবে আনুমানিক ১ লাখ ৪৭ হাজার টাকা। এ ছাড়া ইনস্টলেশন খরচ আলাদা। এর মানে হল আপনার প্রায় ১.৫০ লক্ষ টাকা খরচ হবে।

এখন সেন্ট্রালাইজড এসির খরচ সম্পর্কে জেনে নেওয়া যাক। এটি ইনস্টল করার সম্পূর্ণ খরচ নির্ভর করে এটি কত বড় এলাকায় ইনস্টল করা হচ্ছে তার উপর। 1BHK-এ সেন্ট্রাল এসি লাগানোর খরচ প্রায় ৫০ হাজার টাকা থেকে শুরু । একটি 2BHK বা 3BHK-এ একটি সেন্ট্রাল এসি ইনস্টল করতে খরচ হতে ১ লক্ষ টাকা। সামগ্রিকভাবে, একটি 3BHK ফ্ল্যাটে সেন্ট্রাল এসি এবং স্প্লিট এয়ার কন্ডিশনার খরচের মধ্যে ফারাক ৫০ হাজার টাকা।

সাধারণ স্প্লিট এসি এবং সেন্ট্রালাইজড এসির মধ্যে কোন এসি ইন্সটল করলে বিদ্যুতের বিল বেশি হবে, এটি সম্পূর্ণ এসির ব্যবহারের উপর নির্ভর করে। আরেকটি বিষয়, 3BHK ফ্ল্যাটে লাগানো তিনটি এসির মেন্টেনেন্স খরচ সেন্ট্রাল এসির তুলনায় বেশ খানিকটা বেশি। আপনি যদি শুধুমাত্র একটি ঘরে এসি লাগাতে চান তবে আপনার স্প্লিট বা উইন্ডো এসি ইনস্টল করা উচিত।

Air Conditioner Tech News air conditioner machine air condition machine maintenance
Advertisment