ফের একবার ছবি পাঠাল চন্দ্রযান-২, এবার আরও কাছ থেকে

প্রায় ৪,৩৭৫ কিমি উচ্চতা থেকে তোলা ছবিগুলিতে দেখা যাচ্ছে জ্যাকসন, মিত্র (এক ভারতীয় পদার্থবিদের নামাঙ্কিত), মাখ এবং করোলেভ-এর মতো চাঁদের মাটিতে বৃহৎ গর্ত বা 'ক্রেটার'।

প্রায় ৪,৩৭৫ কিমি উচ্চতা থেকে তোলা ছবিগুলিতে দেখা যাচ্ছে জ্যাকসন, মিত্র (এক ভারতীয় পদার্থবিদের নামাঙ্কিত), মাখ এবং করোলেভ-এর মতো চাঁদের মাটিতে বৃহৎ গর্ত বা 'ক্রেটার'।

author-image
IE Bangla Web Desk
New Update
chandrayaan 2 moon photos

চন্দ্রযান-২ এর ক্যামেরায় ৪,৩৭৫ কিমি উচ্চতা থেকে তোলা। ছবি সৌজন্য: ইসরো

সোমবার চন্দ্রযান-২ এর টেরেইন ম্যাপিং ক্যামেরা দিয়ে তোলা চাঁদের ভূপৃষ্ঠের এক সেট ছবি প্রকাশ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)।

Advertisment

প্রায় ৪,৩৭৫ কিমি উচ্চতা থেকে তোলা ছবিগুলিতে দেখা যাচ্ছে জ্যাকসন, মিত্র (এক ভারতীয় পদার্থবিদের নামাঙ্কিত), মাখ এবং করোলেভ-এর মতো চাঁদের মাটিতে বৃহৎ গর্ত বা 'ক্রেটার'। টুইট করে ইসরো জানায়, "২৩ অগাস্ট প্রায় ৪,৩৭৫ কিমি উচ্চতা থেকে চন্দ্রযান-২ এর টেরেইন ম্যাপিং ক্যামেরা-২ এর তোলা চাঁদের ভূপৃষ্ঠের ছবি, যাতে দেখা যাচ্ছে জ্যাকসন, মাখ, করোলেভ এবং মিত্রর মতো ক্রেটার।"

chandrayaan 2 moon photos ছবি সৌজন্য: ইসরো

Advertisment

চন্দ্রযান-২ এর ক্যামেরায় বন্দী মিত্র ক্রেটারের নামকরণ হয় ভারতীয় পদার্থবিদ তথা পদ্মভূষণ প্রফেসর শিশির কুমার মিত্রের নামে। ইসরো জানিয়েছে, আয়োনোস্ফিয়ার (ionosphere) এবং রেডিও ফিজিক্সের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য পথিকৃৎ হিসেবে ধরা হয় প্রফেসর মিত্রকে।

এই ক্যামেরা ছবি তুলেছে চাঁদের উত্তর মেরু অঞ্চলেরও, যেখানে দেখা যাচ্ছে প্লাসকেট, রজদেস্তভেনস্কি এবং হারমাইটের মতো ক্রেটার। শেষোক্ত ক্রেটারটি আমাদের সৌর জগতের শীতলতম স্থান হিসেবে পরিচিত, জানিয়েছে ইসরো।

chandrayaan 2 moon photos 'মিত্র' ক্রেটার। ছবি সৌজন্য: ইসরো

গত সপ্তাহেই চন্দ্রযান-২ এর ক্যামেরায় তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করে ইসরো। গত বুধবার চাঁদকে ঘিরে আরও নিচু কক্ষপথে প্রবেশ করে ওই মহাকাশযান। এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই কাজ করছে সেটি, জানিয়েছে ইসরো। আগামী ৭ সেপ্টেম্বর গভীর রাতে চাঁদের মাটিতে তার ল্যান্ডার 'বিক্রম' নামানোর গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু করবে চন্দ্রযান-২।

chandrayaan 2 moon photos চাঁদের উত্তর মেরু। ছবি সৌজন্য: ইসরো

এর আগে ইসরো প্রধান কে শিবন জানিয়েছিলেন, "আশা করা যাচ্ছে, রাত ১.৪০ নাগাদ (চাঁদের মাটিতে) ল্যান্ডিংয়ের প্রক্রিয়া শুরু হবে, যা শেষ হবে ১.৫৫ নাগাদ। আন্তর্জাতিক স্তরে এটি একটি গুরুত্বপূর্ণ অভিযান। সবাই তাকিয়ে রয়েছে এটির দিকে।"

ISRO moon