/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/isro-1.jpg)
চন্দ্রযান ২ উৎক্ষেপণের ছবি।
নতুন বছরের প্রথম দিন সুখবর দিল ইসরো। ফের চাঁদে পাড়ি দেবে ভারত। ‘চন্দ্রযান ২’-এর ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার চাঁদের দেশে পাড়ি দেবে ‘চন্দ্রযান ৩’। ইতিমধ্যেই চন্দ্রযান ৩-এর কাজ চলছে জোরকদমে। সম্ভবত ২০২১ সালেই চাঁদের উদ্দেশে রওনা দেবে এই চন্দ্রযান। নতুন বছরের শুরুতে এমনটাই জানিয়েছেন ইসরো প্রধান কে শিবন। উল্লেখ্য, ২০২০ সালেই চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করবে ভারত, মঙ্গলবার এমন মন্তব্যই করেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং।
এ প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই-কে ইসরো প্রধান জানান, ‘‘চন্দ্রযান ৩ অনুমোদন করেছে সরকার। এই প্রোজেক্টের কাজ চলছে। এজন্য ১৪-১৬ মাস সময় লাগতে পারে। ফলে ২০২১ সালে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করা হতে পারে’’। কে শিবন আরও বলেন, ‘‘যদিও চাঁদের মাটিতে সফল ল্যান্ডিং হয়নি, তবুও চন্দ্রযান ২ প্রোজেক্টে আমরা দারুণ উন্নতি করেছি। এখনও অরবিটর কাজ করছে। বৈজ্ঞানিক তথ্য প্রদানে আগামী ৭ বছর ধরে এটা কাজ করবে’’।
India will soon have a Chandrayaan-3, might be pushed to 2021: ISRO chief K Sivanhttps://t.co/Z4uNpyIDKY
— The Indian Express (@IndianExpress) January 1, 2020
আরও পড়ুন: নতুন বছরে ফোন কেনার পরিকল্পনা রয়েছে? অপো আনছে দুর্ধর্ষ ফোন
উল্লেখ্য, চন্দ্রযান ২ ঘিরে শেষ মুহূর্তে এক লহমায় স্বপ্ন চুরমার হয়ে যায়। চাঁদের মাটি ছোঁয়ার আগেই হারিয়ে যায় চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম। চন্দ্রপৃষ্ঠে অবতরণের ২.১ কিমি আগে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিজ্ঞানীদের। এর জেরে সফল হয়নি চন্দ্রযান ২ অভিযান। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান চাঁদ থেকে মাত্র ২.১ কিমি দূরত্বে পৌঁছে ছিটকে গিয়েছে ল্যান্ডার। টানা ১৪ দিন ধরে চেষ্টা চালিয়েও বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
Read the full story in English