Advertisment

নাসার রেকর্ড ভেঙে চুরমার করল ইসরো, লাইভ স্ট্রিমিংয়ের সাক্ষী থেকেছেন লাখ লাখ মানুষ

চন্দ্রযান ৩-এর লাইভে ৮০ লাখেরও বেশি মানুষ যোগ দিয়েছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Chandrayaan 3 , chandrayaan 3 news, chandrayaan 3 update, chandrayaan 3 news, chandrayaan 3 LIVE update, chandrayaan 3 LIVE, chandrayaan 3 LIVE news, when is chandrayaan 3 landing on moon, chandrayaan 3 live updates today, live location of chandrayaan 3, chandrayaan 3 live updates, Chandrayaan 3 Moon Landing LIVE, chandrayaan 3 launch vehicle, luna 25 update crash landing, what is the budget of chandrayaan 3, when will chandrayaan-3 land on moon time, chandrayaan 3 landing date and time chandrayaan 3 vs luna 25 live, chandrayaan 3 rover name, when did chandrayaan 3 launch, isro full form, when is chandrayaan 3 landing on moon, vikram lander, moon mission, know about isros chandrayaan 3 mission, Chandrayaan 3 Moon Landing LIVE Updates, Chandrayaan 3 Moon Landing LIVE, Chandrayaan 3 Moon Landing, S Somanath, chandrayaan 3 landing, live chandrayaan 3, chandrayaan 3 time, chandrayaan 3 landing time, chandrayaan 3 news, chandrayaan 3 isro, chandrayaan 3 update, chandrayaan 3 landing date, c

চন্দ্রযান ৩-এর লাইভে ৮০ লাখেরও বেশি মানুষ যোগ দিয়েছেন।

নাসার রেকর্ড ভেঙে চুরমার করল ইসরো, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী থেকেছেন লাইভ স্ট্রিমিংয়ের। চন্দ্রযান ৩ এর লাইভ সফট ল্যান্ডিং নাসার অতীতের সকল রেকর্ড ভেঙে চুরমার করেছে। আজ অবধি, চন্দ্রযান ৩-এর অবতরণ যতটা লাইক পেয়েছে, ইউটিউবে লাইভে NASA-এর কোনও মিশনই এত বেশি লাইক পায়নি। ISRO-এর এই মুন মিশন লক্ষ লক্ষ মানুষ লাইভ দেখেছেন।

Advertisment

চন্দ্রযান ৩ এর সরাসরি অবতরণ ইতিহাস তৈরি করেছে। মার্কিন মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনকে (নাসা)কে পিছনে ফেলেছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ মানুষ চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিং লাইভ দেখেছেন। অন্যদিকে, নাসা ২০২১ সালে মঙ্গল গ্রহে পারসিভারেন্স রোভার পাঠিয়েছিল। এর লাইভ লাইক করেছেন ৩.৮১ লাখ মানুষ। তবে ভারতের তৃতীয় চাঁদ অভিযানে লাইকের সংখ্যা ছিল ২০ লক্ষের বেশি।

বিকেল ৫টা পর্যন্ত ISRO-এর ইউটিউব চ্যানেলে ৩.৫ লক্ষেরও বেশি মানুষ লাইভ দেখেছেন। ভারতীয় মহাকাশ সংস্থা ৫.২০ মিনিটে শুরু করে সরাসরি সম্প্রচার। লাইভের সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়তে থাকে লাইভে যোগদানকারীর সংখ্যা। সরাসরি সম্প্রচারের সময়, চন্দ্রযান ৩-এর লাইভে ৮০ লাখ মানুষ উপস্থিত ছিলেন।

চন্দ্রযান 3-এর লাইভে ৮০ লাখেরও বেশি মানুষ যোগ দিয়েছেন। এছাড়া লাইভ টেলিকাস্ট ২০ লাখ মানুষ লাইক দিয়েছেন। ইসরোর ইউটিউব চ্যানেল ভরে গিয়েছে কমেন্টের বন্যায়। ইউটিউব ছাড়াও, ভারতীয় মহাকাশ সংস্থাও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে সরাসরি সম্প্রচার করেছে চন্দ্রযান ৩ এর সফট ল্যান্ডিংয়ের সরাসরি সম্প্রচার।

চন্দ্রযান ৩-এর অবতরণের মতো ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশজুড়ে ছিল উত্তেজনার পরিবেশ। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম দেশ হিসাবে ইতিহাস গড়ল ভারত। একই সঙ্গে সফলভাবে চাঁদে অবতরণ করে বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠেছে ভারত। এখন পর্যন্ত শুধু আমেরিকা, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চিন এই সাফল্য ছুঁতে পেরেছে। চন্দ্রযান-৩ ১৪ জুলাই তার যাত্রা শুরু করেছিল।

ISRO
Advertisment