Advertisment

চাঁদের দক্ষিণ মেরুতে 'মিশন ইন্ডিয়া', চন্দ্রযান ৩-এর 'সফট ল্যান্ডিং'য়ের 'লাইভ' দেখার সুযোগ সামনে আনল ইসরো

চন্দ্রযান-৩ আজ বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের পৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
chandrayaan 3 landing | isro chandrayaan-3 landing | vikram lander

চন্দ্রযান-৩ বিক্রম ল্যান্ডার সফট ল্যান্ডিং

আজ অগ্নিপরীক্ষা ভারতের, ‘মুনমিশনে’ নজর বিশ্বের, সফট ল্যান্ডিংয়ে প্রস্তুত চন্দ্রযান ৩। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার 'বিক্রম'। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশই অবতরণ করাতে পারেনি। বুধবারের পরীক্ষায় ইসরো পাস করলেই সূচনা হবে নতুন অধ্যায়ের।  

Advertisment

চাঁদের দক্ষিণ মেরুতে 'মিশন ইন্ডিয়া', চন্দ্রযানের সাফল্যের জন্য দেশ জুড়ে চলছে প্রার্থনা। ইতিহাস তৈরির পথে ক্রমশ এগোচ্ছে ভারত। চন্দ্রযান-৩ আজ বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের পৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে।  

চন্দ্রযান-৩ এর ল্যান্ডার মডিউল (এলএম) বুধবার সন্ধ্যায় চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। অবতরণ সফল ভারত পৃথিবীর প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে। শুধু ভারত নয়, গোটা বিশ্ব এই ঐতিহাসিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে। ল্যান্ডার (বিক্রম) এবং রোভার (প্রজ্ঞান) ঠিক সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে।

ইসরোর তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়েই সফট ল্যান্ডিং সম্পন্ন হতে চলেছে। নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে ল্যান্ডারটিকে। বুধবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে ইসরো চন্দ্রযান-৩-এর অবতরণের প্রক্রিয়ার সরাসরি লাইভ সম্প্রচার শুরু করবে। ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে চন্দ্রযান-৩ অবতরণের সরাসরি সম্প্রচার করা হবে।

আজ সারা দেশ চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য প্রার্থনা করছে। আমেরিকা থেকেও একই চিত্র উঠে এসেছে। ভার্জিনিয়ার একটি মন্দিরে চন্দ্রযান-৩ সফল অবতরণের জন্য চলছে যজ্ঞ। চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে অনেক দৈত্যাকার গর্ত রয়েছে। সূর্যের আলো বহু শতাব্দী ধরে গভীর গর্তে পৌঁছায়নি।

১৪ জুলাই উৎক্ষেপণের পর, চন্দ্রযান-৩ ৫ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এর দুটি মডিউল ১৭ আগস্ট পৃথক করা হয়েছিল। এর আগে ৬, ৯, ১৪ এবং ১৬ আগস্ট মিশনটিকে চাঁদের আরও কাছাকাছি নিয়ে আসা হয়।

এর আগে, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টায় ব্যর্থ হয় রাশিয়ার রোবোটিক ল্যান্ডার। অনিয়ন্ত্রিত কক্ষপথে প্রবেশের ফলে চাঁদের মাটিতে ভেঙে পড়ে হয় রুশ ল্যান্ডার লুনা-২৫। এমন পরিস্থিতিতে এখন গোটা বিশ্বের নজর এখন ভারতের মুন মিশনের দিকে। ISRO- জানিয়েছে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে অবতরণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় মিশন চাঁদের অমূল্য তথ্য সংগ্রহে সাহায্য করবে।

চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণের আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রযান-৩ মিশনকে দেশের জন্য গর্বের বিষয় বলে বর্ণনা করে ইসরোর বিজ্ঞানীদের প্রশংসা করেন। TMC প্রধান মমতা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, চন্দ্রযান-3 মিশন গোটা দেশের জন্য গর্বের বিষয়! তিনি আরও বলেন, এই মিশনে বাংলা সহ সারা দেশের বিজ্ঞানীরা অনেক অবদান রেখেছেন।

চন্দ্রযান-২ ৭ সেপ্টেম্বর, ২০১৯-এ চাঁদে অবতরণের প্রক্রিয়া চলাকালীন ব্যর্থ হয়েছিল, যখন এর ল্যান্ডার 'বিক্রম' একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে চন্দ্রপৃষ্ঠে ভেঙে পড়ে। ভারতের প্রথম চন্দ্র মিশন চন্দ্রযান-১ ২০০৮ সালে চালু হয়েছিল।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চার বছরের মধ্যে দ্বিতীয় প্রচেষ্টায় যদি আজকের এই সফট ল্যান্ডিং সফল হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের পরে ভারত বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠবে। তবে এই 'নরম অবতরণ' চাঁদের দক্ষিণ অংশে এর আগে হয়নি।  

বুধবার সন্ধ্যায় চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। শুধু ভারত নয়, গোটা বিশ্ব এই ঐতিহাসিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে। ল্যান্ডার (বিক্রম) এবং রোভার (প্রজ্ঞান) সমন্বিত ল্যান্ডার মডিউলটি সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে নরম অবতরণ করবে। প্রতি মুহূর্তের আপডেটের ওপর নজর রাখবেন প্রধানমন্ত্রী মোদী। এখনও পর্যন্ত অভিযানে সফল হয়েছে চন্দ্রযান ৩। আপাতত লক্ষ্য সফট-ল্যান্ডিং। চন্দ্রাভিযানে সফল হওয়া ভারতের কাছে অগ্নিপরীক্ষার সমান। চন্দ্রযান-৩ অবতরণের ১৫ মিনিট খুবই গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছে ইসরো।

ISRO Chandrayaan 3
Advertisment