চন্দ্রযান-৩ এর অবতরণের শেষ ১৫ মিনিট খুব গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছে ইসরো। এর ওপর নির্ভর করছে মিশনের সাফল্য। দক্ষিণ আফ্রিকা থেকে মিশনের ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী মোদী। আজ সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-৩। ইসরোর তরফে জানানো হয়েছে, ‘সময়মতো মিশন সম্পন্ন হবে’।
অবতরণের সময় দক্ষিণ আফ্রিকা থেকে মিশন চন্দ্রযানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। ভারত আজ মহাকাশের জগতে ইতিহাস গড়তে প্রস্তুত। আজ সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩। অবতরণের সময়, প্রধানমন্ত্রী মোদী কার্যত দক্ষিণ আফ্রিকা থেকে ISRO-এর মুন মিশনে অংশ নেবেন। চন্দ্রপৃষ্ঠে নরম অবতরণ করার জন্য আজ বিকেল ৫:৪৫ মিনিটে প্রক্রিয়া শুরু হবে।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলছে মুন মিশন নিয়ে জোর চর্চা। ব্রিটেন থেকে আমেরিকা চন্দ্রযানের জন্য শুভেচ্ছার প্রতিধ্বনি তীব্রতর হচ্ছে। লন্ডনে ভারতীয় ছাত্ররা চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য প্রার্থনা করছেন৷ অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চন্দ্রযান ৩-এর জন্য এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন।
ব্রিটেনে ভারতীয় হাইকমিশনারও আজকের এই মিশনকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। একইসঙ্গে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার হাইকমিশনারও চন্দ্রযান মিশনকে গর্বের মুহূর্ত বলে বর্ণনা করেছেন।
২০১৯ সালে, ভারতের চন্দ্রযান মিশন শেষ ১৫ মিনিটে বড় ধাক্কা খেয়ে ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে শেষ ১৫ মিনিট মুন মিশনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। ইসরোর আশা সব চ্যালেঞ্জ জয় করে চন্দ্রযান ৩ নতুন ইতিহাস গড়বে।