Advertisment

চন্দ্রপৃষ্ঠে অবতরণের মাত্র কয়েক ঘন্টা আগে চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান ৩, দেখবেন নাকি?

এই ছবিগুলি চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে সেই জায়গার, যেখানে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম অবতরণ করতে চলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Chandrayaan 3 landing,Chandrayaan 3 Moon Landing,India News,ISRO, Chandrayaan 3, Chandrayaan 3 Live, Chandrayaan 3 Moon Landing, Chandrayaan 3 Landing, Chandrayaan 3 Landing Date, Chandrayaan 3 Landing Time, Chandrayaan 3 Landing Live, ISRO, Chandrayaan Landing Live Streaming, Chandrayaan 3 Landing on Moon, ISRO Moon Mission

এই ছবিগুলি চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে সেই জায়গার, যেখানে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম অবতরণ করতে চলেছে।

চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে অবতরণের মাত্র কয়েক ঘন্টা আগে চাঁদের কিছু চমকপ্রদ ছবি পাঠিয়েছে। ।চন্দ্রযান-৩ অবতরণের আগে ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা (এলএইচডিএসি) ব্যবহার করে এই ছবিগুলো ধারণ করেছে। এই ছবিগুলি চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে সেই জায়গার, যেখানে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম অবতরণ করতে চলেছে।

Advertisment

ইসরোর তরফে বলা হয়েছে, 'চাঁদে অবতরণের জন্য একটি সুরক্ষিত জায়গা খুঁজতে সাহায্য করে এই ক্যামেরা। অর্থাৎ চাঁদের যেখানে অবতরণ করা হবে, সেখানে কোনওরকম বোল্ডার বা গভীর কোনও গর্ত না থাকে, তা নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে এই ক্যামেরা।

এখনও অবধি কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে সক্ষম হয়নি, এই উদ্দেশ্য নিয়ে ISRO ১৪ জুলাই চন্দ্রযান-৩ সফলভাবে উৎক্ষেপণ করে। চন্দ্রযান-৩ মিশন ল্যান্ডারের মডিউলটি এখন চন্দ্র পৃষ্ঠ থেকে মাত্র ২৫ থেকে ১৫০ কিলোমিটার দূরত্বে প্রদক্ষিণ করছে।

ISRO জানিয়েছে যে চন্দ্রযান-৩-এর দ্বিতীয় এবং চূড়ান্ত ডিবুস্টিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শুধু ২৩ আগস্টের অপেক্ষা, যখন ভারত চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ইতিহাস তৈরি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং রাশিয়ার পরে ভারত চতুর্থ দেশ হিসাবে চাঁদে সফট ল্যান্ডিং করবে।

২৩ শে আগস্ট চাঁদে চন্দ্রযানের সফট ল্যান্ডিং সম্পর্কে অবহিত করে ২০ আগস্ট রবিবার X-এ একটি ভিডিও প্রকাশ করেছে ISRO। অন্যদিকে, সোমবার, ২১ আগস্ট, ISROও কিছু ছবি শেয়ার করেছে। এই ছবিগুলিতে, ISRO ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন এবং এভয়েডেন্স ক্যামেরা থেকে তোলা সেই অংশের ছবি যেখানে চন্দ্রযান-৩ সফল ভাবে অবতরণ করবে। সব কিছু ঠিক ঠাক থাকলে ২৩ অগাস্ট সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদে অবতরণ করবে ল্যান্ডার।

Chandrayaan 3
Advertisment