/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/isro-759.jpg)
ভারতের তৃতীয়বার চন্দ্র অভিযান। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং বলেন, ২০২১ সালের প্রথম দিকেই চাঁদে মাটি ছুঁয়ে দেখার লক্ষ্য নিয়ে উড়ে যাবে মহাকাশযান চন্দ্রযান-৩।
কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং লিখিত ভাবে লোকসভায় জানান, সব কিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের প্রথম ভাগেই উৎক্ষেপণ করা হবে। চন্দ্রযান ২ এর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই আগামী প্রকল্পের লক্ষ্যে এগিয়েছে চন্দ্রযান ৩।
সাম্প্রতিককালে ইসরো চন্দ্রযান ৩ এর পাশাপাশি গগনযান মিশন নিয়েও কাজ করছে। ডিজাইন , ক্ষমতা, সহ একাধিক দিকে তীক্ষ্ণ নজর দিচ্ছে বিজ্ঞানীরা। চন্দ্রযান ২ থেকে শিক্ষা নিয়েই চন্দ্রযান ৩ এর কাজ করা হচ্ছে। চন্দ্রযান ৩ তেও থাকবে ল্যান্ডার, রোভার এবং প্রোপালশন মডিউল।
সফট ল্যান্ডিং করতে না পাড়ায় চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল চন্দ্রযান ২। প্রথম থেকেই সফট ল্যান্ডিং নিয়েই চিন্তিত ছিলেন বিজ্ঞানীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবারে দুঃচিন্তার বোঝা আরও বেড়ে গিয়েছে। তাই সেই দিকে তীক্ষ্ণ নজর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন