Advertisment

লক্ষ্যভেদে অপরাজেয় চন্দ্রযান-৩, মিশন নিয়ে বিরাট আপডেট ইসরোর

তৃতীয় লক্ষ্যভেদে পরীক্ষা চালাচ্ছে চন্দ্রযান-৩

author-image
IE Bangla Tech Desk
New Update
Shiv shakti point, chandrayaan 3 news, chandrayaan 3 mission",

তৃতীয় লক্ষ্যভেদে পরীক্ষা চালাচ্ছে চন্দ্রযান-৩

চন্দ্রযান-৩ তিনটি লক্ষ্যের মধ্যে দুটি অর্জন করেছে, ISRO জানিয়েছে – এখন তৃতীয়টির কাজ চলছে। আপডেট করা তথ্যে বলা হয়েছে যে চন্দ্রযান-৩ মিশনের সমস্ত পেলোড স্বাভাবিকভাবে কাজ করছে।

Advertisment

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) শনিবার জানিয়েছে যে চন্দ্রযান -৩ মিশনের তিনটি উদ্দেশ্যের মধ্যে দুটি ইতিমধ্যেই পূরণ করেছে। তৃতীয় লক্ষ্যভেদে পরীক্ষা চালাচ্ছে চন্দ্রযান-৩

ISRO তার X হ্যান্ডেলে যে তথ্য পোস্ট করেছে তাতে লেখা হয়েছে, "চন্দ্রযান-৩ তিনটি লক্ষ্যের মধ্যে দুটি অর্জন করেছে। তৃতীয় উদ্দেশ্যের আওতায় বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। সমস্ত পেলোড স্বাভাবিকভাবে কাজ করছে”।

অন্যদিকে, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে চন্দ্রযান-৩-এর 'নরম অবতরণ'-এর তারিখ, ২৩ আগস্ট, এখন থেকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবে পালিত হবে এবং ল্যান্ডার 'বিক্রম' যে স্থানে অবতরণ করেছে সেই স্থান'শিব শক্তি' পয়েন্ট হিসাবে পরিচিত হবে। তিনি আরও ঘোষণা করেছেন যে চাঁদের যে জায়গাটি্তে২০১৯ সালে চন্দ্রযান-২ তার পায়ের ছাপ রেখেছিল সেটি এখন 'তিরাঙ্গা' পয়েন্ট হিসাবে পরিচিত হবে।

Chandrayaan 3 ISRO
Advertisment