AI, ChatGPT Used to Create Fake Aadhaar & PAN Cards: আধার, প্যান কার্ড আছে? সাবধান! ChatGPT ভুয়ো আইডি তৈরি করছে, জেনে নিন কীভাবে প্রতারণা এড়াবেন?

Cybercriminals misusing AI tools like ChatGPT to create fake Aadhaar and PAN cards:জাল প্যান কার্ড বা আধার কার্ড তৈরি করে প্রতারণা কোন নতুন বিষয় না হলেও ChatGPT-কে হাতিয়ার করে প্রতারকরা ইতিমধ্যেই আধার এবং প্যান কার্ড জাল করা শুরু করেছেন বলে অভিযোগ।

Cybercriminals misusing AI tools like ChatGPT to create fake Aadhaar and PAN cards:জাল প্যান কার্ড বা আধার কার্ড তৈরি করে প্রতারণা কোন নতুন বিষয় না হলেও ChatGPT-কে হাতিয়ার করে প্রতারকরা ইতিমধ্যেই আধার এবং প্যান কার্ড জাল করা শুরু করেছেন বলে অভিযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
AI, ChatGPT Used to Create Fake Aadhaar & PAN Cards

আধার, প্যান কার্ড আছে? সাবধান!

 AI Misused to Create Fake Aadhaar & PAN: জাল প্যান কার্ড বা আধার কার্ড তৈরি করে প্রতারণা কোন নতুন বিষয় না হলেও ChatGPT-কে হাতিয়ার করে প্রতারকরা ইতিমধ্যেই  আধার এবং প্যান কার্ড জাল করা শুরু করেছেন বলে অভিযোগ। যাকে কেন্দ্র করে ফের সাইবার প্রতারণার আতঙ্ক  নতুন করে দানা বাঁধতে শুরু করেছে।  

Advertisment

যাদের আধার এবং প্যান কার্ড আছে, সাবধান! ChatGPT ভুয়ো আইডি তৈরি করছে, জেনে নিন কীভাবে এড়াবেন? সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা ChatGPT-এর মাধ্যমে আধার কার্ড তৈরি নিয়ে প্রশ্ন তুলছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে। তবে এর সাথে সাথে বিপদ আরও বেড়েছে। ChatGPT জাল আধার এবং প্যান কার্ড তৈরি করছে। অনেক ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ করেছেন। OpenAI-এর সর্বশেষ AI মডেল GPT-4 ব্যবহার করে ভুয়ো সরকারি আইডি তৈরি করা হচ্ছে। 

ChatGPT-এর মাধ্যমে জাল আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এমনকি ভোটার আইডি কার্ডও তৈরি করা হচ্ছে। বর্তমানে এই AI টুল কেবল কিছু বিখ্যাত ব্যক্তিত্বের জাল নথি তৈরি করছে। কিন্তু যদি সময়মতো এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এটি অবশ্যই 'বড় বিপদের' কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা ChatGPT-এর মাধ্যমে আধার কার্ড সহ ভুয়ো নথি নিয়ে প্রশ্ন তুলছেন।

Advertisment

তবে  ChatGPT-এর মাধ্যমে  আসল আধার কার্ড তৈরি করা সম্ভব নয়। আপনি শুধুমাত্র ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর মাধ্যমেই আসল আধার কার্ড পেতে পারেন। তবে, ChatGPT- ব্যবহারে যেভাবে  জাল আধার এবং প্যান কার্ড তৈরির ঘটনা সামনে এসেছে তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে । যদি এটি সাইবার জালিয়াতির জন্য ব্যবহার করা হয় তবে বিপদ বহুগুণ বেড়ে যাবে। কারণ জাল আইডি প্রতারকদের অস্ত্র হয়ে উঠেছে, যার সাহায্যে তারা মানুষের আস্থা অর্জন করে এবং তাদের সাথে প্রতারণা করে। 

সতর্ক থাকুন, সচেতন থাকুন—

নিজের পরিচয়পত্র কখনো অপ্রয়োজনীয়ভাবে অনলাইন বা অপরিচিতদের সাথে শেয়ার করবেন না।

সরকারি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনও মাধ্যমে আধার/প্যান কার্ড যাচাই করবেন না।

যদি সন্দেহভাজন কোনো ভুয়ো নথি দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান।

ChatGPT