Cheapest AC under 30000: ৩০ হাজার টাকা বাজেটে গরমে এসি মেশিন কেনার প্ল্যান? অ্যামাজনে দেদার ছাড়ে পাবেন নামী ব্র্যান্ডের এই এসি।
প্রবল গরমের আগেই আপনি যদি নতুন এসি কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে ই-কমার্স সাইট অ্যামাজন আপনাকে দিচ্ছে 'বিশাল ছাড়'।
শীতকাল প্রায় শেষের মুখে। মাত্র কয়েক মাসের মধ্যেই গরম খেলা দেখাতে শুরু করবে। তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে আপনি যদি নতুন এসি কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার জন্য এটাই সঠিক সময়। ই-কমার্স সাইট অ্যামাজন আপনাকে দিচ্ছে নামী ব্র্যান্ডের এসিতে দারুণ ডিসকাউন্ট। মাত্র ৩০ হাজার টাকার বাজেটে পেয়ে যান নামী ব্র্যান্ডের দুর্দান্ত এসি। জেনে নিন সেরা ৫ এসির তালিকা।
Godrej 1 Ton 3 Star AC
গোদরেজের ১ টন ৩ স্টার এসি এখন অ্যামাজনে আপনি পাচ্ছেন মাত্র ২৮,৯৯০ টাকায়। ব্যাংক অফারের ক্ষেত্রে, ফেডারেল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২০০০ টাকার তাৎক্ষণিক ছাড় পাবেন। যার পর আপনি এই নামি ব্র্যান্ডের এসিটি পাবেন ২৬,৯৯০ টাকায় । এই এসিতে রয়েছে ৫-ইন-১ কনভার্টেবল কুলিং, ইনভার্টার সহ আই-সেন্স প্রযুক্তি ।
Cruise 1.5 Ton 3 Star Inverter Split AC
Cruise ১.৫ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি অ্যামাজনে পাওয়া যাচ্ছে মাত্র ২৮,৯৯০ টাকায়। ব্যাংক অফারের ক্ষেত্রে, ফেডারেল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাবেন ২০০০ টাকার ফ্ল্যাট ছাড়। যার পরে এই এসিটির দাম আপনি পাবেন ২৬,৯৯০ টাকা।
Daikin 0.8 Ton 3 Star Split AC
ডাইকিন ০.৮ টন ৩ স্টার স্প্লিট এসি অ্যামাজনে ২৬,৪৯০ টাকায় তালিকাভুক্ত। ব্যাংক অফারে, ফেডারেল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। যার পরে কার্যকর মূল্য ২৬,৪৯০ টাকা। ডাইকিন ০.৮ টন ৩ স্টার স্প্লিট এসিতে রয়েছে পিএম ২.৫ ফিল্টার।
Blue Star 1.5 Ton 3 Star Window AC
ব্লু স্টার ১.৫ টন ৩ স্টার উইন্ডো এসি অ্যামাজনে পাবেন ২৮,৬৫০ টাকাতে। ব্যাংক অফারের কথা বলতে গেলে, ফেডারেল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে, যার পরে কার্যকর মূল্য হবে ২৬,৬৫০ টাকা।
Godrej 1 Ton 3 Star Window AC
গোদরেজ ১ টন ৩ স্টার উইন্ডো এসি অ্যামাজনে ২৬,৭০০ টাকায় তালিকাভুক্ত। ব্যাংক অফারের কথা বলতে গেলে, ফেডারেল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে, যার পরে কার্যকর মূল্য হবে ২৪,৭০০ টাকা।