Cheapest electric car : শীঘ্রই আসছে সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি, দাম টাটা ন্যানোর চেয়েও কম!

Cheapest electric car : ভিনফাস্ট ভারতে বৈদ্যুতিক সেগমেন্টে নিয়ে আসছে ব্রান্ডের জনপ্রিয় গাড়ি। কোম্পানির তরফে জানানো হয়েছে নিজস্ব প্ল্যান্টে ব্যাটারি তৈরির পরিকল্পনা করছে সংস্থার যাতে বৈদ্যুতিক গাড়ির খরচ কমানো যায়।

Cheapest electric car : ভিনফাস্ট ভারতে বৈদ্যুতিক সেগমেন্টে নিয়ে আসছে ব্রান্ডের জনপ্রিয় গাড়ি। কোম্পানির তরফে জানানো হয়েছে নিজস্ব প্ল্যান্টে ব্যাটারি তৈরির পরিকল্পনা করছে সংস্থার যাতে বৈদ্যুতিক গাড়ির খরচ কমানো যায়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Cheapest electric car

শীঘ্রই আসছে সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি, দাম টাটা ন্যানোর চেয়েও কম!

Cheapest electric car : শীঘ্রই আসছে সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি, দাম টাটা ন্যানোর থেকেও কম!

Advertisment

ভিনফাস্ট ভারতে বৈদ্যুতিক সেগমেন্টে নিয়ে আসছে ব্রান্ডের জনপ্রিয় গাড়ি। কোম্পানির তরফে জানানো হয়েছে নিজস্ব প্ল্যান্টে ব্যাটারি তৈরির পরিকল্পনা করছে সংস্থার যাতে  বৈদ্যুতিক গাড়ির খরচ কমানো যায়।

ভিনফাস্ট শীঘ্রই ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ি চালু করতে চলেছে। ভিনফাস্টের এই বৈদ্যুতিক গাড়িটি দেশীয়ভাবে তৈরি করা হবে, এর জন্য কোম্পানি তামিলনাড়ুতে তাদের সুবিশাল কারখানা গড়ে তুলেছে। 

ভিনফাস্ট প্রথমে ভারতে তার VF7 SUV লঞ্চ করতে চলেছে। জল্পনা অনুসারে চলতি বছরের উৎসবের মরসুমে বাজারে এই নয়া SUV চালু করতে পারে সংস্থা। এর আগে, ভিনফাস্ট ২০২৫ সালের অটো এক্সপোতে তাদের গাড়িগুলি প্রদর্শন করেছিল। যেখানে ভিনফাস্টের বৈদ্যুতিক গাড়িগুলি দারুণ প্রশংসা পায়।  তারপর থেকে ভারতে এই ভিনফাস্ট গাড়িগুলি লঞ্চের জন্য অপেক্ষা করছেন মানুষজন।

Advertisment

ভিনফাস্ট ভারতে বৈদ্যুতিক সেগমেন্টে তার গাড়িটি চালু করবে। এছাড়াও, কোম্পানিটি নিজস্ব প্ল্যান্টে ব্যাটারি তৈরির পরিকল্পনা করছে, যাতে বৈদ্যুতিক গাড়ির খরচ কমানো যায়। ভিনফাস্ট ভারতে যে ইলেকট্রিক গাড়িগুলি লঞ্চ করবে, তার মধ্যে থাকবে VF7 SUV, VF6, VF3, VF8 এবং VF9 এর মতো ইলেকট্রিক গাড়ি।

VF3 হবে সবচেয়ে সস্তা ইভি
ভিনফাস্ট ভারতে সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি VF3ও লঞ্চ করতে পারে। মিডিয়া রিপোর্ট অনুসারে, টাটা ন্যানোর মতো বৈদ্যুতিক গাড়ির সেগমেন্টে VF3 এর দাম সবচেয়ে কম হতে পারে। VF3 সম্পর্কে কথা বলতে গেলে, এই বৈদ্যুতিক গাড়িটি 2 আসন বিশিষ্ট গাড়ি হতে চলেছে।  

 যদি মিডিয়া রিপোর্ট বিশ্বাস করা হয়, এই গাড়িটি ২১৫ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে। VF3 ইলেকট্রিক গাড়িটি ০ থেকে ১০০ গতিতে পৌঁছাতে মাত্র ৫.৫ সেকেন্ড সময় নেবে। এই ইলেকট্রিক গাড়িতে ABS এবং EBD বৈশিষ্ট্যের সাথে রিয়ার সাইড পার্কিং সেন্সরও থাকবে। যদি আমরা এর প্রতিযোগিতার কথা বলি, তাহলে VF3 MG Coment EV-এর সাথে প্রতিযোগিতা করবে।

Electric Vehicle