Cheapest Split AC, Amazon Offer Before Summer: দেদার ছাড় Daikin থেকে Hitachi-AC তে! গরমের আগেই বাম্পার অফারে চমকে যাবেন

Cheapest Split AC, Amazon Offer Before Summer: শীত এখন বিদায়ের পালা। গরমের আগেই এখন সেরা ব্র্যান্ডের এসির উপর পান দেদার ছাড়। আপনি যদি এখনই নিজের জন্য একটি নতুন এসি কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে অ্যামাজন আপনাকে দিচ্ছে একেবারে জলের দরে স্প্লিট এসি কেনার এক অভাবনীয় সুযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
cheapest Air Conditioner Machines

শীত এখন বিদায়ের পালা। গরমের আগেই এখন সেরা ব্র্যান্ডের এসির উপর পান দেদার ছাড়।

Cheapest Split AC, Amazon Offer Before Summer:  শীত এখন বিদায়ের পালা। গরমের আগেই এখন সেরা ব্র্যান্ডের এসির উপর পান দেদার ছাড়। আপনি যদি এখনই নিজের জন্য একটি নতুন এসি কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে অ্যামাজন আপনাকে দিচ্ছে একেবারে জলের দরে স্প্লিট এসি কেনার এক অভাবনীয় সুযোগ। আজকের এই প্রতিবেদনে জানুন কোন কোন ব্র্যান্ডের এসির উপর আপনি পাবেন বিরাট ছাড়। 

Advertisment

গোদরেজ ১.৫ টন ৩ স্টার

গোদরেজ ১.৫ টন ৩ স্টার স্প্লিট এসি
এখন আপনি ই-কমার্স সাইট অ্যামাজনে ৩২,৪৯০ টাকায় কিনতে পারেন। ব্যাংক অফারের কথা বলতে গেলে, ফেডারেল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পেয়ে যাবেন ফ্ল্যাট ২০০০ টাকার ইনস্ট্যান্ট ছাড়। ডিসকাউন্টের পর আপনি মাত্র ৩০,৪৯০ টাকাতে এই নামী ব্র্যান্ডের এসিটি কিনতে পারবেন। এই এসির সাথে আপনি পাবেন ৫ বছরের ওয়ারেন্টিও।  

ডাইকিন ১.৫ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি

Advertisment

Daikin 1.5 Ton 3 Star Inverter Split AC ই-কমার্স সাইট Amazon-এ ৩৬,৯৯০ টাকায় তালিকাভুক্ত। ব্যাংক অফারের কথা বলতে গেলে, ফেডারেল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২,০০০ টাকার ফ্ল্যাট তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে, যার পরে কার্যকর মূল্য নেমে আসবে ৩৪,৯৯০ টাকায়।

হিটাচি ১.৫ টন ক্লাস ৩ স্টার

হিটাচি ১.৫ টন ক্লাস ৩ স্টার ই-কমার্স সাইট অ্যামাজনে ৩৭,২৯০ টাকায় তালিকাভুক্ত। কুপন অফারের মাধ্যমে আপনি ৭৫০ টাকা সাশ্রয় করতে পারবেন। ব্যাংক অফারের কথা বলতে গেলে, ফেডারেল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২,০০০ টাকার ফ্ল্যাট তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে, যার পরে কার্যকর মূল্য কনে হবে ৩৪,৫৪০ টাকা।

এলজি ১.৫ টন ৩ স্টার ডুয়াল ইনভার্টার স্প্লিট এসি
LG ১.৫ টন ৩ স্টার ডুয়াল ইনভার্টার স্প্লিট এসি ই-কমার্স সাইট অ্যামাজনে ৩৭,৬৯০ টাকায় তালিকাভুক্ত। ব্যাংক অফারের কথা বলতে গেলে, ফেডারেল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২,০০০ টাকার ফ্ল্যাট তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে, যার পরে কার্যকর মূল্য কনে দাঁড়াবে ৩৫,৬৯০ টাকা।

ক্যারিয়ার ১.৫ টন ৩ স্টার স্প্লিট এসি
Carrier 1.5 Ton 3 Star Wi-Fi Smart Flexicool Inverter Split AC Amazon-এ ৩৫,৪৯০ টাকা। কুপন অফারের মাধ্যমে কেনাকাটা করলে ২০০ টাকা সাশ্রয় হবে। ব্যাংক অফারের কথা বলতে গেলে, ফেডারেল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২,০০০ টাকার ফ্ল্যাট তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে, যার পরে কার্যকর মূল্য নেমে হবে ৩৩,২৯০ টাকা।

পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করবেন? এই 'ছোট্ট ভুলে' বড় মাসুল গুনতে হতে পারে

Air Conditioner air conditioner machine