Advertisment

check your smart phone: আপনার ফোনও 5G এনাবেল? সহজেই জেনে নিন চেক করার পদ্ধতি

আপনি সহজেই জেনে নিতে পারেন আপনার স্মার্টফোনটি 4G নাকি 5G?

author-image
IE Bangla Tech Desk
New Update
how to check its a 5g phone, how to check if a phone is 4g or 5g, how to know if your phone is 5g samsung, How to check if a phone is 4g or 5g iphone, How to check if a phone is 4g or 5g android, how to check if my phone is 5g, how do i know if i have 5g on my android phone, check 5g support airtel, how to check if my phone is 5g iphone, how to check if my sim is 5g jio, 5g, mera phone 5g hai ya 4g, 4g,

আপনি সহজেই জেনে নিতে পারেন আপনার স্মার্টফোনটি 4G নাকি 5G?

দেশজুড়ে চালু হয়েছে 5G পরিষেবা। প্রায় সব নতুন স্মার্টফোনই 5G এনাবেল। 5G ইন্টারনেট ব্যবহারের জন্য আপাতত কোনো অতিরিক্ত চার্জ নিচ্ছে না টেলিকম সংস্থাগুলি। আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন সেটি 4G নাকি 5G এনাবেল সে বিষয়ে আপনি যদি না জানেন তাহলে চিন্তার সময় শেষ। সহজ কৌশলের মাধ্যমে আপনি সহজেই জেনে নিতে পারেন আপনার স্মার্টফোনটি 4G নাকি 5G?

Advertisment

4G প্রায় ভারতের সর্বত্রই উপলব্ধ। অন্যদিকে, ২০২২ সালের অক্টোবরে দেশে 5G সংযোগ শুরু হয়েছে। যদিও 5G হাই স্পিড ইন্টারনেট কভারেজ এখনও দেশের সব জায়গায় পৌঁছেনি। Reliance Jio এবং Airtel দেশের অনেক শহরে 5G পরিষেবা দিচ্ছে। বেশিরভাগ স্মার্টফোন 4G সাপোর্টেড। তবে নতুন হ্যান্ডসেটগুলিতে রয়েছে 5G সাপোর্ট। আপনি যে স্মার্ট ফোনটি ব্যবহার করছেন সেটি 4G নাকি 5G তা যদি আপনি না জেনে থাকেন, তাহলে এটি চেক করার একটি সহজ উপায় রয়েছে।

যারা নতুন ফোন কিনেছেন তারা 5G স্মার্টফোন কেনার আগে চেক করে নিতে পারেন । ফোনের নেটওয়ার্ক চেক করার সবচেয়ে সহজ উপায় হল ফোনের সেটিংসে গিয়ে নেটওয়ার্ক সেটিংস দেখে নেওয়া। নেটওয়ার্ক সেটিংসে আপনি আপনার ফোন কোন নেটওয়ার্ক সাপোর্ট করে তা দেখতে একটি অপশন পাবেন। যদি আপনার ফোন 4G সাপোর্টেড হয় তাহলে আপনি '4G' বা 'LTE' দেখতে পাবেন। যদি আপনার ফোন 5G সমর্থন করে, আপনি '5G' দেখতে পাবেন।

5G এর সুবিধা
5G-এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি 4G-এর তুলনায় 5G-তে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বর্তমানে, Reliance Jio এবং Airtel ভারতে 5G পরিষেবা প্রদান করছে। ওয়েল কাল অফারের অধীনে, এই উভয় সংস্থাই কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই সীমাহীন 5G ইন্টারনেট ব্যবহার করার সুবিধা প্রদান করছে। আপনার ফোন যদি 5G হয় তাহলে আপনি এই অফারটির সুবিধা নিতে পারেন।

Tech News 5G smartPhone
Advertisment