/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/cats-1.jpg)
কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইউটিউবের মতো সোশাল প্ল্যাটফর্মগুলির সুযোগ সুবিধা অপব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া ডিজিটাল সামিটে বক্তৃতা দিতে গিয়ে প্রসাদ বলেন, “প্রতিশোধ নেওয়া পর্ন ভারতে দেখা যাচ্ছে এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলি অপব্যবহার করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমি সুন্দর পিচাইয়ের (গুগল সিইও) সঙ্গেও কথা বলেছি। ”
শিশু পর্নোগ্রাফিকে গুরুতর সমস্যা হিসাবে চিহ্নিত করে তিনি বলেছেন, “পর্নোগ্রাফির জন্য, বিশেষত শিশু পর্নোগ্রাফির জন্য যেভাবে ইন্টারনেটের অপব্যবহার করা হয় তা একটি গুরুতর বিষয়। স্বাধীনতার পক্ষে আমি, কিন্তু কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। ”
প্রসাদ বলেছেন যে শিশু এবং প্রতিহিংসা নিয়ে তৈরি পর্নোগ্রাফি সংসদের কাছে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এটি রোধ করার জন্য সংসদীয় কমিটির সুপারিশ করা হয়েছে। তবে দেশবাসীর এই বিষয়টি বোঝার প্রয়োজন রয়েছে। "কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ একসঙ্গে এটি বন্ধ করার চেষ্টা করবে।"
সোশ্যাল মিডিয়ায় ভুঁয়ো তথ্য ছড়িয়ে দেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে প্রসাদ প্রশ্ন তোলেন, “একই দিনে একই ভৌগলিক অঞ্চলে লক্ষ লক্ষ ভুঁয়ো খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কীভাবে ঘটছে এটি? "যখন আমরা হোয়াটসঅ্যাপের সঙ্গে এই বিষয়ে কথা বলি তখন তারা পাঁচজন ব্যবহারকারীকে একই মেসেজ পাঠানো যাবে তাতে সীমাবদ্ধ করে দেয়।"
ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি সম্পর্কে তাঁর নিজস্ব মতামত প্রকাশ করে প্রসাদ বলেন যে একদিকে যেখানে কিছু দুর্দান্ত ডিজিটাল উপাদান রয়েছে, একই সঙ্গে সেই পাবলিক প্ল্যাটফর্মগুলিতে হিংসা ও সাম্প্রদায়িক নির্মম ঘটনাও রয়েছে।
Read the full story in English