Advertisment

বড়দিনে নতুন স্টিকারে সাজল হোয়াটসঅ্যাপ

অ্যাপল এর iOS এ, হোয়াটসঅ্যাপের স্টিকার অ্যাপ্লিকেশন আছে তবে একাধিক অপশন নেই। কারণ অ্যাপেল জানিয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাপ স্টোরের নীতি লঙ্ঘন করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অবশেষে ঘণ্টা বাজল, সময়মত এসে হাজির বড়দিন। এমন দিনে যার সঙ্গে দিনের সবচেয়ে বেশি ওঠাবসা সে পালন করবে না উৎসব, তা আবার হয় নাকি! কাজেই স্যান্টা থেকে গিফট, ক্রিসমাস ট্রি, টুপি দিয়ে সেজেছে হোয়াটসঅ্যাপ। বড়দিনে ঝুলি ভরা স্টীকার নিয়ে হাজির এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ। যা ব্যবহার করে খুব সহজেই কনট্যাক্ট লিস্টের সবাইকেই জানিয়ে দিতে পারবেন বড়দিনের শুভেচ্ছা। উল্লেখ্য, টেলিগ্রাম, হাইক সমস্ত মেসেজিং অ্যাপেই রয়েছে এই স্টীকার।

Advertisment

হোয়াটসঅ্যাপ মেসেজ এবং শুভেচ্ছা জানানোর জন্য সকলের পছন্দ। অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ সম্প্রতি বেশ কিছু স্টিকারের প্যাক নিয়ে এসেছে। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আরও নতুন কিছু স্টীকারের আমদানি করতেই পারেন। অ্যাপল এর iOS-এ হোয়াটসঅ্যাপের স্টিকার অ্যাপ্লিকেশন আছে, তবে একাধিক অপশন নেই। কারণ অ্যাপেল জানিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাপেলের অ্যাপ স্টোরের নীতি লঙ্ঘন করেছে।

কিছু হোয়াটসঅ্যাপ স্টিকার অ্যাপ্লিকেশন, Android এবং iOS এর প্যাক দেখুন, যেগুলি আপনি ক্রিসমাসের শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য ব্যবহার করতে পারেন।

অক্টোবর মাসে হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে ঘোষণা করে যে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অন্তর্ভুক্ত নতুন স্টিকার। যা সর্বশেষ আপডেটের মাধ্যমে এসে হাজির হয়েছে অ্যাপলিকেশনটিতে।

গতমাসেই ফেসবুকের আদলে প্রকাশ্যে এসেছে বিভিন্ন স্টিকার। যেগুলি রাতারাতি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। দিওয়ালি ও কেরালাতে পিরাভি উৎসবের সময় কাস্টম স্টিকার বেশি ব্যবহার করার নজির দেখা গেছে। এখন, যে কেউ নিজের স্টিকার প্যাক তৈরি করে হোয়াটসঅ্যাপে যোগ করতে পারবেন। তবে এ সুবিধা এখনও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনেই আবদ্ধ।

Read the full story in English

Whatsapp
Advertisment