বিরাট পরিবর্তন আবহাওয়ার। দ্রুত গতিতে গলছে চাঁই চাঁই বরফ। ক্রমশ বাড়ছে জলস্তর। ইতিমধ্যে গলে গিয়েছে ছয় গুণ বরফ। স্ট্যাটালাইট থেকে তোলা আন্টার্টিকার ছবি দেখে মাথায় হাত বিজ্ঞানীদের। এমনটাই চলতে থাকলে আগামীবছরে জলের তলায় চলে যেতে পারে সমুদ্রতীরবর্তী অঞ্চল।
নাসা জানিয়েছে, অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের অর্ধেক বরফ গলে যাওয়ার পিছনে দায়ী সমুদ্রের জল। এছাড়া বাকি অংশ গলে তাপমাত্রার কারণে।
New research by @IMASUTAS @AusAntarctic & #MISOMIP scientists will improve how #Antarctic ice sheet-ocean models calculate melting and predict future sea level rise. @CliC_WCRP @AquaticSciences https://t.co/rw6xUxBcQr
????D. Barringhaus pic.twitter.com/BSBzsj7P58— antarctica.gov.au (@AusAntarctic) February 18, 2020
Greenland, Antarctica Melting Six Times Faster Than in the 1990s – NASA pic.twitter.com/F7NKUextvB
— Best Tattooing (@besttattooing) March 18, 2020
জলবায়ু পরিবর্তন নিয়ে ইন্টারগভার্মেন্টাল প্যানেলে “সবচেয়ে খারাপ পরিস্থিতি” বলে ঘোষণা করা হয়েছে। মার্চ মাসে ৫০ টি সংস্থা থেকে ৮৯ টি পোলার বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক দল দৃশ্যের ভয়াবহ পরিস্থিতি প্রকাশিত হয়েছে। তাদের মূল্যায়ণকে নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সি সমর্থন করেছে।

১৯৯২ থেকে ২০১৮ এর মধ্যে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার বরফের বিরাট পরিবর্তন পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে। এই পরিবর্তন গণনা করার জন্য ২৬ টি সমীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে, ১৯৯০ সালে ৮১ বিলিয়ন টন বরফ গলেছিল। সেখানে ২০১০ সালে ৪৭৫ বিলিয়ন টন বরফ গলেছে। ২০২০ সালে যার পরিমাণ আরও বেড়ে গিয়েছে।
Read the full story in English