OYO Controversial Advertisement: OYO বিজ্ঞাপন ঘিরে ধুন্ধুমার, ধর্মীয় অনুভূতিতে আঘাত, অভিযোগে শোরগোল

OYO Controversial Advertisement: OYO বিজ্ঞাপন ঘিরে ধুন্ধুমার। ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিরাট অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই। বিজ্ঞাপন নিয়ে বিতর্কের জেরে তড়িঘড়ি ব্যাখ্যা দিল OYO

author-image
IE Bangla Tech Desk
New Update
OYO rooms: নয়া চেক-ইন পলিসিতে অবিবাহিত যুগলদের জন্য দরজা বন্ধ

OYO বিজ্ঞাপন ঘিরে ধুন্ধুমার

OYO Controversial Advertisement: OYO বিজ্ঞাপন নিয়ে ধুন্ধুমার। ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিরাট অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই। বিজ্ঞাপন নিয়ে বিতর্কের জেরে তড়িঘড়ি ব্যাখ্যা দিল OYO কোম্পানির ব্যাখ্যা, 'আমাদের লক্ষ্য কেবল ধর্মীয় পর্যটন প্রচার, কোনভাবেই ধর্মীয় অনুভূতিকে আঘাত নয়'। 

Advertisment

OYO তাদের সাম্প্রতিক বিজ্ঞাপনের কারণে বিতর্কে জড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপনে ব্যবহৃত ক্যাপশনের জেরে শুরু হয়েছে জোর চর্চা। কী লেখা হয়েছে বিজ্ঞাপনে? "ঈশ্বর সর্বত্র বিরাজমান,  OYOও তাই" ! যাকে কেন্দ্র করেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। বিতর্কের মুখে পড়ে  OYO অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে যে তাদের বিজ্ঞাপনের উদ্দেশ্য শুধুমাত্র ধর্মীয় পর্যটন প্রচার করা এবং কারুর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয়।

কোম্পানি আরও বলেছে, "আমরা ভারতের বৈচিত্র্যময় বিশ্বাস এবং ঐতিহ্যকে সম্মান করি। আমাদের লক্ষ্য কেবল মানুষকে জানানো যে প্রধান তীর্থস্থানগুলিতে OYO সুবিধা পাওয়া যায়।"

OYO-এর  বিজ্ঞাপনে অযোধ্যা, বারাণসী, প্রয়াগরাজ, আজমির, অমৃতসর, শিরডি, উজ্জয়িন এবং অন্যান্য প্রধান ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছে। বার্তা দেওয়া হয়েছে এই তীর্থস্থানগুলিতে কোম্পানির হোটেল পরিষেবা সহজেই পাওয়া যায়। সংস্থা জানিয়েছে যে ধর্মীয় ভ্রমণকারীদের আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদানের জন্য ২০২৫ সালের শেষ নাগাদ ১২টি প্রধান তীর্থস্থানে ৫০০টি নতুন হোটেল কোম্পানির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় কেন এত হৈচৈ?
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (পূর্বে টুইটার) তে OYO-এর এই বিজ্ঞাপনের বিরুদ্ধে অনেকেই আপত্তি জানিয়েছেন। অনেকেই দাবি করেছেন এই ধরণের বিজ্ঞাপনে কোম্পানির আরও সংবেদনশীল হওয়া উচিত। তবে, OYO স্পষ্ট করে দিয়েছে যে তাদের উদ্দেশ্য কেবল ধর্মীয় পর্যটন প্রচার করা এবং কোনও সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা নয়।

কোম্পানি আরও বলেছে যে ভারতে ধর্মীয় পর্যটন দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং OYO এই খাতে বিনিয়োগ করে ভক্তদের আরও ভালো সুযোগ-সুবিধা প্রদানের দিকে মনোনিবেশ করছে।

OYO