গতকাল মোবাইল দুনিয়ায় লঞ্চ করল দুটি ফোন কুলপ্যাড এ ওয়ান, কুলপ্যাড মেগা ফোর এ । একেবারে পকেট ফ্রেন্ডলি এই ফোনদুটি। ১২ এপ্রিল থেকে দিল্লি, হরিয়ানা, তেলঙ্গানা, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিভিন্ন খুচরো বিক্রেতার দোকানে ৫৪৯৯, ৪২৯৯ টাকায় পাওয়া যাবে কুলপ্যাডের ফোনগুলি।
কুলপ্যাডের এ ওয়ান ফোনে রয়েছে ৮ এবং ৫ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন। অ্যান্ড্রয়েড ৭.১.নুগাট অপারেটিং সিস্টেমে চলা এই ফোনটি ২ জিবি র্যামে এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ভার্সনে পাওয়া যাবে। ৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে থাকবে এইচডি (৭২০x১২৮০ পিক্সেল) রেজলিউশন। স্ন্যাপড্রাগন ২১০ কোয়াড কোর প্রসেসরে চলা কুলপ্যাডের এ ওয়ানে ৬৪ জিবি অবধি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনটিতে আছে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ। কোম্পানির দাবি ২৫০০ এমএইচের এই ব্যাটারি দ্বারা ফোনটিতে চার্জ থাকবে ২৪০ ঘণ্টা। কুলপ্যাডের এ ওয়ান ফোনটির বাজারমূল্য হবে ৫৪৯৯ টাকা।
Advertisment
কুলপ্যাড মেগা ফোর এ ফোনটিতে ৫ ইঞ্চির ডিসপ্লে সমেত থাকবে ১০৮০ x ১৯২০ পিক্সেলের এইচডি রেজলিউশন. ১.৩ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন এস সি ৯৮৩২ কোয়াড কোর প্রসেসরে চলা ফোনটিতে থাকবে ১ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজ. এক্সটার্নাল স্টোরেজ স্লটের জন্য থাকবে ৬৪ জিবি অবধি মেমরি কার্ড লাগানোর সুবিধা. অ্যান্ড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেমের এই ফোনটিতে ৩২৬০ এম এইচের ব্যাটারি পাওয়া যাবে। কুলপ্যাড মেগা ফোর এ ফোনের মূল ক্যামেরাটি হল ৫ মেগাপিক্সেল, পাশাপাশি ২ মেগাপিক্সেল রয়েছে সেল্ফি ক্যামেরার জন্য। এই ফোনটিতে আছে ২০০০ এমএইচের ব্যাটারি। ফোনটি ১৫০ ঘণ্টা চলবে এই ব্যাটারির সাহায্যে এমনটাই জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। এই ফোনটির দাম ৪২৯৯ টাকা।