Advertisment

আপনার ফোনে করোনা ভাইরাস সক্রিয় থাকতে পারে চার দিন!

এক সংবাদ সংস্থা এএফপি টুইট করে জানিয়েছে, কোনো মেটাল, রাবার ও প্লাস্টিকের ওপর করোনাভাইরাস ১ থেকে ৯ দিন সক্রিয় থাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অলংকার: অভিজিৎ বিশ্বাস

ভারতে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। যার জেরে দুশ্চিন্তায় ঘুম উড়েছে চিন সহ বিশ্বের অন্তত ৬০টি দেশের। সম্প্রতি স্বাস্থ্য দফতর ও সংস্থা থেকে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে। ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম একটি ভিডিও মারফত জানিয়েছে ফোনের স্ক্রিনে করোনা ভাইরাস চার দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। একই সঙ্গে প্রচার চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ও ইউনিসেফ।

Advertisment

ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ) যে ভিডিয়ো শেয়ার করেছে। তাতে প্রথমেই জানান হয়েছে, করোনাভাইরাসের সংস্পর্শে এলে আপনার ফোনে তা চার দিন পর্যন্ত থেকে যাবে। তাই মোবাইল ফোন ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে নিন। কারণ, ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম জানিয়েছে, প্লাস্টিক বা স্টেনলেস স্টিলে করোনাভাইরাস বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে। সেই সঙ্গে আপনার হাত পরিস্কার করতেও ভুলবেন না যেন।

@worldeconomicforumCoronavirus can live on your phone screen ##covid19 ##coronavirus ##coronavirusspreading ##health ##flu ##phone ##hospital ##clean ##virus♬ original sound - worldeconomicforum

@worldeconomicforumWash your hands to stop coronavirus ##covid19 ##coronavirus ##coronavirusspreading ##flu ##health ##handwashing ##hospital ##soap ##clean♬ original sound - worldeconomicforum

আরেকটি ভিডিও তে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ) জানিয়েছে, কাঁচে সার্স ভাইরাস সক্রিয় থাকতে পারে ৯৬ দিন। করোনা ভাইরাস সার্সের মতই। এক সংবাদ সংস্থা এএফপি টুইট করে জানিয়েছে, কোনো মেটাল, রাবার ও প্লাস্টিকের ওপর করোনাভাইরাস ১ থেকে ৯ দিন সক্রিয় থাকে। হাইড্রোজেন পার অক্সাইড, ইথানল ও সোডিয়াম হাইপোক্লোরাইটের সংস্পর্শে এলে এক মিনিট পর্যন্ত এই ভাইরাসের সক্রিয়তা নষ্ট থাকে।

আরও পড়ুন:করোনা ভাইরাসের থেকেও মারাত্মক ঘটনা! বলছে নেট নাগরিকরা

করোনাভাইরাস থেকে দূরে থাকতে যে পাঁচটি সতর্কতা অবলম্বন করবেন...

@worldeconomicforum5 tips to fend off the coronavirus ##coronavirus ##covid19 ##coronavirusspreading ##flu ##health ##doctor ##clean ##wash ##soap ##hospital♬ original sound - worldeconomicforum

coronavirus
Advertisment