New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/ola-uber.jpg)
করোনা ভাইরাসের জেরে স্থগিত ওলা এবং উবরের "শেয়ারিং রাইড" পরিষেবা। অর্থাত্্ ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে ‘ওলা শেয়ার’ এবং ‘উবার পুল’ ফিচারটি ব্যবহার করতে পারবেন না।
Advertisment
নির্দেশিকা অনুযায়ী যাত্রীদের মধ্যে নির্দিষ্ট মাপের ফাঁক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে অ্যাপ ক্যাব সংস্থার তরফ থেকে। ওলা জানিয়েছে সাময়িকভাবে শেয়ারিং ফিচার বন্ধ করা হয়েছে।
আরও পড়ুন:জনতা কার্ফু: থমকে দাঁড়িয়ে পড়ল সারা দেশ, দেখুন ছবিতে
Advertisment
উবার পুল স্থগিতের বিষয়ে উবার জানিয়েছে, সাম্প্রতিকালের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোভিড ১৯ এর কোপ থেকে ব্যবহারকারী ও ড্রাইভারকে বাঁচাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, অ্যাপ মারফত রাইড শেয়ার করার ফিচার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
Read the full story in English