করোনা ভাইরাসের পাশাপাশি ছড়িয়ে পড়ছে মেসেজিং অ্যাপের মাধ্যমে ভুঁয়ো খবর। ফলে, আমজনতার মধ্যে আতঙ্কের ছায়া। বর্তমানে এই ভুঁয়ো খবর সংক্রমণকে দমন করতে বিশ্বজুড়ে নয়া দাওয়াই নিয়ে এল হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি মাত্র একটি চ্যাটেই ফর্রওয়ার্ড করা যাবে মেসেজ। গত বছর ভোটের সময় ভুঁয়ো খবর রোধে ফরওয়ার্ড মেসেজের (মেসেজের উপর লেখা থাকবে ফরওয়ার্ড মেসেজ) অপশনটি নিয়ে এসেছিল সংস্থা। মাত্র পাঁচ জনকে পাঠানো যাবে একটি মেসেজ। কিন্তু এখন সেই সংখ্যাও কমিয়ে আনল ফেসবুক অধীনস্ত হোয়াটসঅ্যাপ। গ্রুরপ ও ব্যাক্তিগত চ্যাট উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। মেসেজ ফরওয়ার্ড করলে মেসেজের উপরে লেখা থাকবে 'ফরওয়ার্ড মেসেজ'।
আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে গুজব ছড়ানো আটকাতে হোয়াটসঅ্যাপের নয়া দাওয়াই
হোয়াটসঅ্যাপ মারফত ভাইরাল পড়েছে প্রচুর ভিডিও-ছবি। ভুয়ো খবর ছড়ালে তা শাস্তিমূলক অপরাধ হিসেবে গন্য করা হবে ভারতে। প্রয়োজনে গ্রুপ অ্যাডমিনকেও মাসুল গুনতে হবে। গ্রেফতার করা হতে পারে বলেও রাজ্য প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ বিটায় একটি ফিচার নিয়ে আসতে চলেছে সংস্থা। যেখানে অনেকবার ফরওয়ার্ড হওয়া মেসেজের পাশে একটি আতশকাঁচের আইকন দেখাবে। ব্যবহারকারীরা সেখানে ক্লিক করলে পৌঁছে যাবেন ওয়েবে। যেখান থেকে সঠিক তথ্য যাচাই করতে পারবেন। একইসঙ্গে মেসেজের উত্্স সম্পর্কে অবগত হবেন।
হোয়াটসঅ্যাপ আশা করে যে, কিছু মেসেজের সত্যতা যাচাই করার প্রবণতা গুজব ছড়াতে বাধা দেয়।
Read the full story in English